প্লায়ার্স

প্লায়ার্স [ plāẏārsa ] বি. তার বাঁকাবার বা কোনোকিছু শক্ত করে ধরার সাঁড়াশিবিশেষ। [ইং. pliers]।

প্লাস্টার

প্লাস্টার [ plāsṭāra ] বি. ১. পুলটিস; ২. প্রলেপ; ৩. দেওয়ালে চুনবালি সিমেণ্ট ইত্যাদির প্রলেপ। [ইং. plaster]।

প্লিহা

প্লিহা [ plihā ] (-হন্) বি. ১. পাকস্হলীর বাঁদিকে অবস্হিত দেহযন্ত্রবিশেষ, পিলে, spleen; ২. প্লিহাবৃদ্ধিরোগ। [সং. √ প্লিহ্ + অ]।

প্ল্যান

প্ল্যান [ plyāna ] বি. ১. নকশা; ২. পরিকল্পনা; ৩. ফন্দি (শত্রুকে জব্দ করার প্ল্যান আঁটা)। [ইং. plan]।

প্যানচেট

প্যানচেট [ pyāna-cēṭa ] বি. ১. প্রেতাত্মাকে আকর্ষণ বা আবাহন করার জন্য ত্রিকোণ টেবিলবিশেষ; ২. প্রেতাত্মাকে আকর্ষণ করা। [ফা. প্লাঁশেত্ plancette]।

প্ল্যানেটারিয়ম

প্ল্যানেটারিয়ম [ plyānē-ṭāriẏama ] বি. গ্রহনক্ষত্রের অবস্হান গতি প্রভৃতির প্রদর্শশালা। [ইং. planetarium]।

প্ল্যাস্টিক

প্ল্যাস্টিক [ plyāsṭika ] বি. রাসায়নিক প্রক্রিয়ার তৈরি শক্ত ও নমনীয় পদার্থবিশেষ। [ইং. plastic]।

প্রবৃদ্ধকোণ

প্রবৃদ্ধকোণ–বি. (জ্যামি.) দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণ, reflex angle.