প্রাণহর

প্রাণহর, প্রাণহারক, প্রাণহারী (-রিন্) বিণ. জীবননাশক; সাংঘাতিক। স্ত্রী. প্রাণহরা, প্রাণহারিকা, প্রাণহারিণী।

প্রাণময়ী

প্রাণময়ী স্ত্রী. প্রাণময় বিণ. জীবন্ত, সজীব; স্ফূর্তিযুক্ত; প্রাণবন্ত।

প্রাণময়

প্রাণময় বিণ. জীবন্ত, সজীব; স্ফূর্তিযুক্ত; প্রাণবন্ত। স্ত্রী. প্রাণময়ী।

প্রাণসংকট

প্রাণসংশয়, প্রাণসংকট বি. মৃত্যুর আশঙ্কা, জীবনসংকট।

প্রাণসংশয়

প্রাণসংশয়, প্রাণসংকট বি. মৃত্যুর আশঙ্কা, জীবনসংকট।

প্রাণহন্তা

প্রাণহন্তা (ন্তৃ) বিণ. হত্যাকারী। স্ত্রী. প্রাণহন্ত্রী।

প্রাণসঞ্চার

প্রাণসঞ্চার বি. মৃত জড় বা অচেতন দেহকে সজীব করা; (আল.) উত্সাহ বা প্রেরণা দান।

প্রাণহীন

প্রাণশূন্য, প্রাণহীন বিণ. মৃত; জড়; উদ্যমহীন; হৃদয়হীন।