ধীরোদ্ধত

ধীরোদ্ধত [ dhīrōddhata ] বি. (অল.) স্বভাবে স্হিরচিত্ত কিন্তু সময়ে সময়ে উদ্ধত নায়কবিশেষ। [সং. ধীর + উদ্ধত]।

ধীরাধীরা

ধীরাধীরা [ dhīrādhīrā ] বি. (স্ত্রী.) (অল.) যে নায়িকার কোপ কিছুটা ব্যক্ত ও কিছুটা অব্যক্ত থাকে। [সং. ধীরা + অধীরা]।

ধিনধিন

ধিনতাধিন, ধিনধিন [ dhinatā-dhina, dhina-dhina ] বি. নাচের আওয়াজ বা ভঙ্গি। ধ্বন্যা.]।

ধিনতাধিন

ধিনতাধিন, ধিনধিন [ dhinatā-dhina, dhina-dhina ] বি. নাচের আওয়াজ বা ভঙ্গি। ধ্বন্যা.]।

ধিনিকেষ্ট

ধিনিকেষ্ট [ dhini-kēṣṭa ] বি. (ব্যঙ্গে.) যে (কেষ্ট অর্থাত্ কৃষ্ণের মতো) ধিনধিন করে নেচে বেড়ায়; দায়িত্বহীন ফুর্তিবাজ লোক। [বাং. ধিন + ই + কেষ্ট]।

ধিয়া

ধিয়া, ধিয়া-তা ধিয়া [ dhiẏā, dhiẏā-tā dhiẏā ] বি. নাচ ও বাদ্যের আওয়াজ বা ভঙ্গি। [ধ্বন্যা.]।

ধিঙ্গি

ধিঙ্গি [ dhiṅgi ] বিণ. ১. উচ্ছৃঙ্খল, স্বেচ্ছাচারিণী; ২. বেহায়া (ধিঙ্গি মেয়ে); ৩. উদ্দাম (ধিঙ্গি নাচ)। [তু. হি. ধীঙ্গধুকড়ী (=উচ্ছৃঙ্খলতা, গোলমাল)]।

ধারণ

ধারণ [ dhāraṇa ] বি. ১. হাত দিয়ে গ্রহণ বা অঙ্গে গ্রহণ (অস্ত্রধারণ, বক্ষে ধারণ); ২. মনে রাখা (উপদেশ ধারণ); ৩. স্হাপন (আশীর্বাদের ফুল মস্তকে ধারণ); ৪. অভ্যন্তরে গ্রহণ, ভিতরে নেওয়া (এই পাত্র বহু জল ধারণে সক্ষম); ৫. পরিগ্রহ (অগ্নিমূর্তি ধারণ); ৬. গ্রহণ, অবলম্বন (নামধারণ, ভেকধারণ); ৭. বহন (শিরে কুম্ভধারণ)। [সং. √ ধৃ + ণিচ্ + অন]।

ধারণীয়

ধারণীয় [ dhāraṇīẏa ] বিণ. ধারণযোগ্য, ধারণ করা যায় এমন। [সং. √ ধৃ + ণিচ্ + অনীয়]।

ধামি

ধামি [ dhāmi ] বি. ছোট ধামা বা ঝুড়ি। [বাং. ধামা + ই (ক্ষুদ্রার্থে)]।