ধাত্রীবিদ্যা

ধাত্রীবিদ্যা বি. প্রসূতিতন্ত্র, প্রসবাদিবিষয়ক শাস্ত্র, midwifery.

ধাড়ি

ধাড়ি [ dhāḍi ] বি. ১. যে গর্ভে সন্তান ধারণ করেছে (বাচ্চা ও ধাড়ি); ২. (সচ. নিন্দায়) সর্দার বা প্রধান ব্যক্তি (বজ্জাতের ধাড়ি, অকর্মার ধাড়ি)। ☐ বিণ. ১. বয়স্হ (বুড়োধাড়ি ছেলে); ২. পাকা, ঘাগি (ধাড়ি শয়তান)। তু. ধেড়ে। [হি. ধাড়ী]।

ধাক্কা সামলানো

ধাক্কা সামলানো ক্রি. বি. ১. সংঘর্ষ বা ঠেলাঠেলি প্রতিরোধ করা; ২. সংকট বা ঝামেলা থেকে রক্ষা পাওয়া।

ধাক্কা

ধাক্কা [ dhākkā ] বি. ১. ঠেলা (দরজায় ধাক্কা দেওয়া); ২. সংঘর্ষ, ঠোকাঠুকি, ঠেলাঠেলি (ট্রামে-বাসে ধাক্কা লাগে); ৩. সহসা চাপ, তাড়া বা বেগ (কাজের ধাক্কা সামলানো)। ☐ ক্রি. ধাক্কা দেওয়া, ঠেলা দেওয়া (অমন ধাক্কাচ্ছ কেন?)। [তু. হি. ধক্কা; মৈ. ঢেকা]। ধাক্কা সামলানো ক্রি. বি. ১. সংঘর্ষ বা ঠেলাঠেলি প্রতিরোধ করা; ২. সংকট বা ঝামেলা থেকে রক্ষা পাওয়া।

ধাঁধা

ধাঁধা [ dhān̐dhā ] বি. ১. দৃষ্টিভ্রম, চোখের ভুল (চোখে কেমন যেন ধাঁধা লেগে গেল); ২. ধোঁকা, সংশয়, ধন্দ; ৩. দুরূহ সমস্যা, জটিল ব্যাপার; ৪. কৌতূহলজনক ও বিদ্ধিবিভ্রমকারী প্রশ্ন, হেঁয়ালি। ☐ ক্রি. দৃষ্টিভ্রম জন্মানো বা হওয়া (চোখ ধেঁধে যায়)। [প্রাকৃ. ধন্ধঅ-তু. হি. ধন্ধা]। ধাঁধানো ক্রি. দৃষ্টিভ্রম জন্মানো, চোখ ঝলসানো; ধাঁধা লাগানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

ধাঁধানো

ধাঁধানো ক্রি. দৃষ্টিভ্রম জন্মানো, চোখ ঝলসানো; ধাঁধা লাগানো।

ধাঁচা

ধাঁচ, ধাঁচা [ dhānca, dhāncā ] বি. ১. ধরন, রকম (দোহারা ধাঁচের শরীর); ২. ছাঁদ, গড়ন। [হি. ঢাঁচা]।

ধাঁচ

ধাঁচ, ধাঁচা [ dhānca, dhāncā ] বি. ১. ধরন, রকম (দোহারা ধাঁচের শরীর); ২. ছাঁদ, গড়ন। [হি. ঢাঁচা]।

ধাঁ করে

ধাঁ করে ক্রি-বিণ. ১. সহসা এবং সজোরে; ২. দ্রুত (ধাঁ করে পালাল)।