ধননাশ

ধননাশ বি. অর্থ ও সম্পদের হানি, ধনক্ষয়।

ধনসম্পত্তি

ধনসম্পত্তি, ধনসম্পদ বি. টাকাপয়সা ও ভূসম্পত্তি, ধনদৌলত।

ধনস্হান

ধনস্হান বি. (জ্যোতিষ) লগ্ন থেকে দ্বিতীয় স্হান, যা ধনসম্পর্কে লাভালাভের সূচক।

ধনহারী

ধনহারী (-রিন্) বিণ. অন্যের ধন অপহরণকারী; চোর।

ধনহীনা

ধনহীন বিণ. নির্ধন, গরিব। ধনহীনা স্ত্রী. ধনহীন ।

ধনহীন

ধনহীন বিণ. নির্ধন, গরিব। স্ত্রী. ধনহীনা।

ধনাগম

ধনাগম বি. ধনলাভ; অর্থোপার্জন, আয়।