ধনপতি

ধনপতি বি. 1 ধনদেবতা কুবের; 2 অতিশয় ধনী ব্যক্তি।

ধনপিশাচ

ধনপিশাচ বি. ধর্ম-অধর্ম বা উচিত-অনুচিত বিচার না করে যে ধন অর্জনে প্রয়াসী।

ধনপ্রাণ

ধনপ্রাণ বি. অর্থাদি ও জীবন (ধনেপ্রাণে মারা যাব)।

ধনবতী

ধনবতী বিণ. (স্ত্রী.) ধনশালিনী।

ধনবিজ্ঞান

ধনবিজ্ঞান বি. ধনসম্পদের সর্বপ্রকার ব্যবহারসম্বন্ধীয় শাস্ত্র, অর্থশাস্ত্র।

ধনবৃদ্ধি

ধনবৃদ্ধি বি. অর্থ ও সম্পদের বৃদ্ধি বা উন্নতি।