ধ্বংসলীলা

ধ্বংসলীলা বি. প্রলয় কাণ্ড, তাণ্ডব; ব্যাপক ধ্বংস।

ধ্বংসা

ধ্বংসা ক্রি. (কাব্যে) ধ্বংস করা বা হওয়া।

ধ্বংসানো

ধ্বংসানো ক্রি. ধ্বংস করা; নষ্ট করা (অন্ন ধ্বংসানো); বিনষ্ট করা, উত্সাদিত করা (সৈন্য দিয়ে দেশ ধ্বংসানো)। ☐ বি. উক্ত অর্থে।

ধ্বংসাত্মক

ধ্বংসাত্মক বিণ. ধ্বংসমূলক, বিধ্বংসী, ধ্বংস করে বা ধ্বংসের কাজে নিযুক্ত এমন।

ধ্বংসাবশেষ

ধ্বংসাবশেষ বি. নগর, প্রাসাদ ইত্যাদি ভেঙে যাবার পরে যে-চিহ্ন টিকে থাকে।

ধ্বংসী

ধ্বংসী (-সিন্) বিণ. 1 ধ্বংসকারী; 2 বিনাশশীল, নশ্বর।

ধ্বংসোম্মুখ

ধ্বংসোম্মুখ বিণ. যা ধ্বংস হতে বসেছে; ভগ্নপ্রায়; বিলীয়মান।