ধর্মাধিকার

ধর্মাধিকার বি. 1 বিচারে অধিকার; 2 বিচারকের পদ বা কাজ।

ধর্মাধ্যক্ষ

ধর্মাধ্যক্ষ বি. ধর্মসংক্রান্ত বিষয়ের প্রধান সরকারি তত্ত্বাবধায়ক; প্রধান বিচারপতি।

ধর্মান্ধ

ধর্মান্ধ বিণ. স্বধর্মে অন্ধবিশ্বাসী এবং পরধর্মদ্বেষী। বি. ধর্মান্ধতা।

ধর্মাবতার

ধর্মাবতার বি. 1 মূর্তিমান ধর্ম; 2 বিচারক; 3 ধর্মদূত।

ধর্মাবলম্বী

ধর্মাবলম্বী (-ম্বিন্) বিণ. বিশেষ কোনো ধর্মের উপাসক বা ধর্মসম্প্রদায়ভুক্ত (বৌদ্ধধর্মাবলম্বী)।

ধর্মিষ্ঠ

ধর্মিষ্ঠ বিণ. ধর্মের প্রতি নিষ্ঠাশীল, অত্যন্ত ধার্মিক (‘আবার সপ্তম স্বর্গে স্হান পাবে ধর্মিষ্ঠ নহুষ’: সু. দ.)। স্ত্রী. ধর্মিষ্ঠা।

ধর্মী

ধর্মী (-র্মিন্) বিণ. 1 বিশেষ কোনো স্বভাবযুক্ত বা গুণযুক্ত (প্রকাশধর্মী, আবেগধর্মী কবিতা); 2 ধার্মিক।