ধুপধাপ

ধুপধাপ, ধুপধুপ বি. ক্রমাগত ধুপ শব্দ (ধুপধাপ করে সিঁড়ি দিয়ে নামছে)।

ধুপছায়া

ধুপছায়া বি. বিণ. ময়ূরকণ্ঠী রং বা ওই রংযুক্ত (ধুপছায়া শাড়ি)।

ধুপ

ধুপ1 [ dhupa1 ] বি. (বাংলায় বিরল) রৌদ্র। [হি. ধূপ]। ধুপছায়া বি. বিণ. ময়ূরকণ্ঠী রং বা ওই রংযুক্ত (ধুপছায়া শাড়ি)। ধুপ2 [ dhupa2 ] বি. ধপ-এর চেয়ে লঘুতর পতনের শব্দ। [ধ্বন্যা.]। ধুপধাপ, ধুপধুপ বি. ক্রমাগত ধুপ শব্দ (ধুপধাপ করে সিঁড়ি দিয়ে নামছে)।

ধোনা

ধুনা2, ধোনা [ dhunā2, dhōnā ] ক্রি. 1 ধনুকাকৃতি যন্ত্র দিয়ে তুলো পিঁজে পরিষ্কার করা; 2 (গৌণার্থে) ধমক দেওয়া, শায়েস্তা করা (একদিন তাকে ভালো করে ধুনে দেব)। ☐ বি. উক্ত উভয় অর্থে। [প্রাকৃ. √ ধুন < সং. √ ধু (ণিজন্ত) > √ ধুনি-তু. হি. ধুনকনা]।

ধুনো

ধুনা1, ধুনো [ dhunā1, dhunō ] বি. শাল গাছের নির্যাস, সর্জরস, ধূপ। [সং. ধুনক]।  

ধুনা

ধুনা1, ধুনো [ dhunā1, dhunō ] বি. শাল গাছের নির্যাস, সর্জরস, ধূপ। [সং. ধুনক]। ধুনা2, ধোনা [ dhunā2, dhōnā ] ক্রি. 1 ধনুকাকৃতি যন্ত্র দিয়ে তুলো পিঁজে পরিষ্কার করা; 2 (গৌণার্থে) ধমক দেওয়া, শায়েস্তা করা (একদিন তাকে ভালো করে ধুনে দেব)। ☐ বি. উক্ত উভয় অর্থে। [প্রাকৃ. √ ধুন < সং. √ ধু (ণিজন্ত) > √ ধুনি-তু. হি. ধুনকনা]।

ধুনুরি

ধুনরি, ধুনুরি [ dhunari, dhunuri ] বি. যে তুলো ধোনে এবং ধোনা তুলো দিয়ে বালিশ, লেপ, তোশক তৈরি করে। [ধুনা2 দ্র]।

ধুনরি

ধুনরি, ধুনুরি [ dhunari, dhunuri ] বি. যে তুলো ধোনে এবং ধোনা তুলো দিয়ে বালিশ, লেপ, তোশক তৈরি করে। [ধুনা2 দ্র]।

ধু ধু

ধু ধু, ধু-ধু [ dhu dhu, dhu-dhu ] অব্য. 1 শূন্যতা, ব্যাপ্তি প্রভৃতি ভাবপ্রকাশ (বিশাল মাঠ ধু ধু করছে); 2 আগুন জ্বলার অব্যক্ত শব্দ, দাউদাউ। [ধ্বন্যা.]।

ধীরললিত

ধীরললিত বিণ. (অল.) নম্রস্বভাব, নিশ্চিন্ত এবং নম্র; স্হির বুদ্ধিসম্পন্ন।