ধুনা
ধুনা1, ধুনো [ dhunā1, dhunō ] বি. শাল গাছের নির্যাস, সর্জরস, ধূপ। [সং. ধুনক]। ধুনা2, ধোনা [ dhunā2, dhōnā ] ক্রি. 1 ধনুকাকৃতি যন্ত্র দিয়ে তুলো পিঁজে পরিষ্কার করা; 2 (গৌণার্থে) ধমক দেওয়া, শায়েস্তা করা (একদিন তাকে ভালো করে ধুনে দেব)। ☐ বি. উক্ত উভয় অর্থে। [প্রাকৃ. √ ধুন < সং. √ ধু (ণিজন্ত) > √ ধুনি-তু. হি. ধুনকনা]।