দ্যু

দ্যু [ dyu ] বি. 1 স্বর্গ (‘দ্যুলোকে ভূলোকে’); 2 আকাশ। [সং. √ দিব্ + ক্বিপ্]। দ্যুলোক বি. স্বর্গলোক, স্বর্গ।

দ্ব্যাত্মবাদী

দ্ব্যাত্মবাদী [ dbyātmabādī ] (-দিন্) বিণ. দ্বৈতবাদী, জীবাত্মা ও পরমাত্মার পৃথক অস্তিত্ব মানে এমন। [সং. দ্বি + আত্মন্ + √ বদ্ + ইন্]।

দ্বেষ্য

দ্বেষ্য বিণ. 1 হিংসার যোগ্য; 2 হিংসার পাত্র।

দ্বেষী

দ্বেষী (-ষিন্), দ্বেষ্টা (-ষ্টৃ) বিণ. দ্বেষকারী, হিংসক। স্ত্রী. দ্বেষিণী।

দ্বেষণ

দ্বেষণ বি. হিংসা বা ঈর্ষা করা, দ্বেষকরণ।

দ্বেষ

দ্বেষ [ dbēṣa ] বি. 1 ঈর্ষা, হিংসা; 2 শত্রুতা; 3 বিরাগ। [সং. √ দ্বিষ্ + অ]। দ্বেষণ বি. হিংসা বা ঈর্ষা করা, দ্বেষকরণ। দ্বেষী (-ষিন্), দ্বেষ্টা (-ষ্টৃ) বিণ. দ্বেষকারী, হিংসক। স্ত্রী. দ্বেষিণী। দ্বেষ্য বিণ. 1 হিংসার যোগ্য; 2 হিংসার পাত্র।

দ্ব্যর্থ

দ্ব্যর্থ [ dbyartha ] বি. দুই অর্থ, দুইপ্রকার অর্থ। ☐ বিণ. 1 দুই অর্থযুক্ত, দুই অর্থ হয় এমন; 2 যার অর্থ অস্পষ্ট। [সং. দ্বি + অর্থ]। দ্ব্যর্থক বিণ. দুইপ্রকার অর্থযুক্ত। বি. দ্ব্যর্থকতা। দ্ব্যর্থহীন বিণ. দুই প্রকার অর্থ হয় না এমন; স্পষ্ট অর্থযুক্ত (দ্ব্যর্থহীন ভাষায় জানানো হল)।

দ্বৈপায়নতা

দ্বৈপায়নতা বি. দ্বীপে বাস বা বসতি (‘ইংরেজের দ্বৈপায়নতা ইংরেজের পক্ষে একটা বড় সুযোগ’: রবীন্দ্র)।