দ্ব্যাত্মবাদী
দ্ব্যাত্মবাদী [ dbyātmabādī ] (-দিন্) বিণ. দ্বৈতবাদী, জীবাত্মা ও পরমাত্মার পৃথক অস্তিত্ব মানে এমন। [সং. দ্বি + আত্মন্ + √ বদ্ + ইন্]।
দ্বৈপায়নতা
দ্বৈপায়নতা বি. দ্বীপে বাস বা বসতি (‘ইংরেজের দ্বৈপায়নতা ইংরেজের পক্ষে একটা বড় সুযোগ’: রবীন্দ্র)।