দৃঢ়ীকৃত

দৃঢ়ীকৃত বিণ. পোক্ত বা মজবুত করা হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত করা হয়েছে এমন।

দৃঢ়ীকরণ

দৃঢ়ীকরণ বি. শক্ত বা পোক্ত করা; সুপ্রতিষ্ঠিত করা।

দৃষ্টাদৃষ্ট

দৃষ্টাদৃষ্ট বিণ. 1 (যা) দেখা গেছে এবং যা দেখা যায়নি এমন; 2 আংশিক দেখা যায় এবং আংশিক দেখা যায় না এমন; 3 ব্যক্ত ও অব্যক্ত।

দৃষ্ট

দৃষ্ট [ dṛṣṭa ] বিণ. দেখা গেছে এমন, লক্ষিত। ☐ বি. দৃষ্টি (এক দৃষ্টে তাকিয়ে থাকা)। [সং. √ দৃশ্ + ত]। দৃষ্টচর, দৃষ্টপূর্ব বিণ. পূর্বে দেখা গেছে এমন। দৃষ্টাদৃষ্ট বিণ. 1 (যা) দেখা গেছে এবং যা দেখা যায়নি এমন; 2 আংশিক দেখা যায় এবং আংশিক দেখা যায় না এমন; 3 ব্যক্ত ও অব্যক্ত।

দৃশ্যমান

দৃশ্যমান বিণ. যা দেখা যাচ্ছে এমন, দৃষ্ট হচ্ছে এমন (দৃশ্যমান জগত্)।

দৃশ্যপট

দৃশ্যপট বি. থিয়েটার বা রঙ্গমঞ্চের সিন বা চিত্রপট, scene.

দৃশ্যত

দৃশ্যত, (বর্জি.) দৃশ্যতঃ অব্য. আপাতদৃষ্টিতে (দৃশ্যত সুন্দর)।