দৃষ্টিভঙ্গি

দৃষ্টিভঙ্গি বি. দেখবার বা আলোচনা করার রীতি বা ধরন (বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি)।

দৃষ্টিগোচর

দৃষ্টিগোচর বিণ. দেখা যায় এমন, দৃষ্টিপথে এসেছে এমন (অপরের দোষ সহজেই তার দৃষ্টিগোচর হয়)।

দৃষ্টিক্ষুধা

দৃষ্টিক্ষুধা বি. প্রকৃত ক্ষুধা না থাকা সত্ত্বেও খাবার দেখে খাওয়ার লোভ।

দৃষ্টিকোণ

দৃষ্টিকোণ বি. 1 সূক্ষ্মভাবে দেখার দিক; 2 বিচার বা বিশ্লেষণ করার ভঙ্গি, দৃষ্টিভঙ্গি, point of view(বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা)।

দৃষ্টিকৃপণ

দৃষ্টিকৃপণ বিণ. বেশি খরচ করতে বা দান করতে অনিচ্ছুক, ছোট নজরওয়ালা।

দৃষ্টিকটু

দৃষ্টিকটু বিণ. দেখতে খারাপ লাগে এমন (দৃষ্টিকটু চালচলন, দৃষ্টিকটু পোশাক)।