দৃষ্টান্ত

দৃষ্টান্ত [ dṛṣṭānta ] বি. 1 উদাহরণ, প্রমাণের নিদর্শন; 2 নজির (দৃষ্টান্ত স্হাপন করা); 3 উপমান; 4 (আল.) কোনো বিষয়ের যাথার্থ্য প্রমাণের জন্য সদৃশ বিষয়ের উল্লেখ বা বর্ণনা। [সং. দৃষ্ট + অন্ত]। দৃষ্টান্তস্হল বি. উদাহরণ বা নজিরস্বরূপ ব্যবহৃত হওয়ার যোগ্য বিষয়।

দৃষ্টচর

দৃষ্টচর, দৃষ্টপূর্ব বিণ. পূর্বে দেখা গেছে এমন।

দৃষ্টিভঙ্গি

দৃষ্টিভঙ্গি বি. দেখবার বা আলোচনা করার রীতি বা ধরন (বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি)।

দৃষ্টিগোচর

দৃষ্টিগোচর বিণ. দেখা যায় এমন, দৃষ্টিপথে এসেছে এমন (অপরের দোষ সহজেই তার দৃষ্টিগোচর হয়)।