দেখো

দেখ, দেখো [ dēkha, dēkhō ] অনু-ক্রি. দর্শন কর (ওদিকে তাকিয়ে দেখো)। ☐ অব্য. মনোযোগ আকর্ষণ, ভয়প্রদর্শন, সতর্কীকরণ সম্বোধন ইত্যাদি অর্থসূচক (দেখ, ব্যাপারটা সহজ নয়, এই দেখ তুমি আবার ওখানে গেছ কেন?)। [দেখা দ্র]।

দেখ

দেখ, দেখো [ dēkha, dēkhō ] অনু-ক্রি. দর্শন কর (ওদিকে তাকিয়ে দেখো)। ☐ অব্য. মনোযোগ আকর্ষণ, ভয়প্রদর্শন, সতর্কীকরণ সম্বোধন ইত্যাদি অর্থসূচক (দেখ, ব্যাপারটা সহজ নয়, এই দেখ তুমি আবার ওখানে গেছ কেন?)। [দেখা দ্র]।

দেঁতো

দেঁতো [ dēn̐tō ] বিণ. 1 দাঁতাল; 2 দন্তবিকাশকারী, দাঁত বার করে এমন; 3 (আল.) আন্তরিকতাহীন (দেঁতো হাসি)। [বাং. দাঁত + উয়া > ও]।

দেওদার

দেওদার [ dēō-dāra ] বি. দেবদারু গাছ (‘কাঁপে দেওদার, বট’: সু. দ.)। [সং. দেবদারু]।

দেউলে

দেউলিয়া, (কথ্য) দেউলে [ dēuliẏā, (kathya) dēulē ] বিণ. 1 নিঃস্ব; 2 ঋণ, শোধ করতে অক্ষম। [সং. দেবকুলিক-তু. হি. দেবালিয়া]।

দেউলিয়া

দেউলিয়া, (কথ্য) দেউলে [ dēuliẏā, (kathya) dēulē ] বিণ. 1 নিঃস্ব; 2 ঋণ, শোধ করতে অক্ষম। [সং. দেবকুলিক-তু. হি. দেবালিয়া]।

দেউল

দেউল [ dēula ] বি. মন্দির, দেবালয় (দেবদেউল)। [সং. দেবকুল (কুল=গৃহ)]।

দেউড়ি

দেউড়ি [ dēuḍ়i ] বি. সদর প্রবেশপথ, তোরণ, ফটক (দেউড়িতে পাহারাওয়ালা বসে আছে)। [সং. দেহলী]।

দেউটি

দেউটি [ dēuṭi ] বি. প্রদীপ (‘একে একে নিভিছে দেউটি’: মধু) [সং. দীপবর্তিকা]।

দেইজি

দেইজি [ dēiji ] বি. জ্ঞাতি। [< সং. দায়াদ]।