দেবর

দেবর [ dēbara ] বি. দেওর, স্বামীর কনিষ্ঠ ভ্রাতা। [সং. √ দেব্ + অর]।

দেবন

দেবন [ dēbana ] বি. 1 পাশা খেলা; 2 দেবতাদের উদ্দেশে স্তুতি; 3 দুঃখকষ্ট। (তু. পরিদেবন, পরিদেবনা)। [সং. √ দিব্ + অন]।

দৈবকী

দেবকী, দৈবকী [ dēbakī, daibakī ] বি. বসুদেবের পত্নী, কৃষ্ণের মাতা। [সং. দেবক + অ + ঈ]।

দেবকী

দেবকী, দৈবকী [ dēbakī, daibakī ] বি. বসুদেবের পত্নী, কৃষ্ণের মাতা। [সং. দেবক + অ + ঈ]।

দেবস্ব

দেবস্ব বি. দেবত্র; দেবতাদের প্রাপ্য বা সম্পত্তি।

দেবসেনা

দেবসেনা বি. 1 দেবতাদের সৈন্য; 2 কার্তিকেয়র পত্নী।

দেবশর্মা

দেবশর্মা (-র্মন্) বি. ব্রাহ্মণদের সাধারণ উপাধি।