দেশবিখ্যাত

দেশপ্রসিদ্ধ, দেশবিখ্যাত বিণ. দেশজোড়া খ্যাতিসম্পন্ন।

দেশপ্রসিদ্ধ

দেশপ্রসিদ্ধ, দেশবিখ্যাত বিণ. দেশজোড়া খ্যাতিসম্পন্ন।

দেশদ্রোহী

দেশদ্রোহী (-হিন্) বিণ. স্বদেশের ক্ষতিসাধন করে এমন। বি. দেশদ্রোহিতা।

দেয়াসি

দেয়াসি [ dēẏāsi ] বি. 1 পূজারি; 2 মনসা শীতলা প্রভৃতি দেবতার পূজারি বা পাণ্ডা। [সং. দেবদাসী-তু. প্রাকৃ. দেঅআসী]।

দেয়ালা

দেয়ালা [ dēẏālā ] বি. স্বপ্নের ঘোরে শিশুর হাসিকান্না (‘শৈশবের আবছায়ে শিশুর দেয়ালা’: দে. সে.)। [সং. দেবলীলা]।

দেয়া

দেয়া2 [ dēẏā2 ] বি. মেঘ (‘ঘনঘন দেয়া গরজন’: জ্ঞান.)। [< সং. দেবতা]।

দেয়

দেয় [ dēẏa ] বিণ. দিতে হবে এমন, দানযোগ্য (সরকারকে দেয় কর)। [সং. √ দা + য]।

দেমাক

দেমাক [ dēmāka ] বি. গর্ব, অহংকার, দম্ভ (দেমাকে মাটিতে পা পড়ে না)। [আ. দিমাগ্]।

দেশজ

দেশজ বিণ. দেশে উত্পন্ন, দেশি।