দৈববশত

দৈবক্রমে, দৈবগতিকে, দৈববশত, দৈববশে, দৈবযোগে ক্রি-বিণ. দৈবাত্, হঠাত্, ভাগ্যক্রমে (দৈবগতিকে তার দেখা পেয়ে গেলাম)।

দৈবগতিকে

দৈবক্রমে, দৈবগতিকে, দৈববশত, দৈববশে, দৈবযোগে ক্রি-বিণ. দৈবাত্, হঠাত্, ভাগ্যক্রমে (দৈবগতিকে তার দেখা পেয়ে গেলাম)।

দৈবক্রমে

দৈবক্রমে, দৈবগতিকে, দৈববশত, দৈববশে, দৈবযোগে ক্রি-বিণ. দৈবাত্, হঠাত্, ভাগ্যক্রমে (দৈবগতিকে তার দেখা পেয়ে গেলাম)।

দৈবঘটনা

দৈবঘটনা বি. অলৌকিক বা আকস্মিক ঘটনা।

দৈবজ্ঞ

দৈবজ্ঞ বিণ. ভাগ্যগণনাকারী, জ্যোতিষী।

দৈবত

দৈবত বি. দেবতা (‘সহায় দৈবত’: সু.দ.)।

দৈবদুর্বিপাক

দৈবদুর্বিপাক বি. যে ঘটনার জন্য মানুষ দায়ী নয়, প্রাকৃতিক দুর্ঘটনা।

দৈবায়ত্ত

দৈবাধীন, দৈবায়ত্ত বিণ. দেবতা বা ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত।

দৈবাধীন

দৈবাধীন, দৈবায়ত্ত বিণ. দেবতা বা ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত।

দৈহিক

দৈহিক [ daihika ] বিণ. দেহসম্বন্ধীয়, দেহগত (দৈহিক শক্তি)। [সং. দেহ + ইক]। দৈহিকতা বি. দেহের সঙ্গে সম্বন্ধ।