দোদমা

দোদমা [ dōdamā ] বি. ফাটবার পর দুবার শব্দ হয় এমন পটকাবিশেষ। [দেশি]।

দোর

দোর [ dōra ] বি. দ্বার ও দুয়ার -এর কথ্য রূপ (‘ভোর হল, দোর খোলো’: নজরুল)।

দোজবরে

দোজবর, দোজবরে [ dōjabara, dōjabarē ] বিণ. বি. দ্বিতীয়বার বিবাহার্থী বা বিবাহিত (দোজবরের সঙ্গে মেয়ের বিয়ে)। [প্রাকৃ. দোজো + বাং. বর, + ইয়া > এ]।

দোয়েল

দোয়েল [ dōẏēla ] বি. মিষ্টি শিস দিয়ে ডাকে এমন সুপরিচিত সাদাকালো পাখিবিশেষ। [বাং. < হি. দৈয়াল]।

দোজবর

দোজবর, দোজবরে [ dōjabara, dōjabarē ] বিণ. বি. দ্বিতীয়বার বিবাহার্থী বা বিবাহিত (দোজবরের সঙ্গে মেয়ের বিয়ে)। [প্রাকৃ. দোজো + বাং. বর, + ইয়া > এ]।

দোয়াত

দোয়াত [ dōẏāta ] বি. লেখার কালি রাখার পাত্র, মস্যাধার। [আ. দবাআত্]।

দোয়া

দোয়া1 [ dōẏā1 ] বি. 1 আশীর্বাদ; 2 শুভকামনা, শুভেচ্ছা; 3 প্রার্থনা (আল্লার কাছে দোয়া করব)। [আ. ফা. দুআ]।

দোমালা

দোমালা [ dōmālā ] বিণ. (নারকেল সম্বন্ধে) ডাব ও ঝুনোর মাঝামাঝি, আধপাকা (দোমালা নারকেল)। [দেশি]।

দোবারা

দোবরা, দোবারা [ dōbarā, dōbārā ] বিণ. দুবার পরিষ্কার করে সাদা দানাযুক্ত (দোবরা চিনি)। [হি. দোবরা]।

দোবরা

দোবরা, দোবারা [ dōbarā, dōbārā ] বিণ. দুবার পরিষ্কার করে সাদা দানাযুক্ত (দোবরা চিনি)। [হি. দোবরা]।