দ্বারদেশ

দ্বারদেশ, দ্বারপ্রান্ত বি. দরজার কাছের জায়গা, দরজার পাশ।

দ্বার

দ্বার [ dbāra ] বি. 1 প্রবেশ করার বা বাইরে বেরোবার পথ; 2 দরজা। [সং. √ দ্বারি + অ]। দ্বারদেশ, দ্বারপ্রান্ত বি. দরজার কাছের জায়গা, দরজার পাশ। দ্বারপাল, দ্বাররক্ষক, দ্বাররক্ষী (-ক্ষিন্), দ্বারী (-রিন্) বি. দারোয়ান। দ্বাররোধ বি. দরজা বন্ধ করা; পথ আগলে দাঁড়ানো (দ্বাররোধ করা)। দ্বারস্হ বিণ. 1 দ্বারদেশে উপনীত; 2 (আল.) সাহায্যপ্রার্থী (অবশেষে তাঁর দ্বারস্হ হলাম)। দ্বারাধ্যক্ষ বি. দ্বাররক্ষী, দারোয়ান। দ্বারিক বি. দাররক্ষী, দারোয়ান।

দ্বারোদ্ঘাটন

দ্বারোদ্-ঘাটন, দ্বারোদ্ঘাটন [ dbārōd-ghāṭana, dbārōdghāṭana ] বি. উদ্বোধন, কোনো উৎসবপ্রাঙ্গণ বা নবপ্রতিষ্ঠিত গৃহাদির আনুষ্ঠানিক উদ্বোধন। [সং. দ্বার + উদ্ঘাটন]।

দ্বারা

দ্বারা [ dbārā ] অনু. অব্য. 1 সাহায্যে (পত্র দ্বারা নিমন্ত্রণ); 2 দিয়া, দিয়ে, যোগে (সংবাদপত্রের দ্বারা ঘোষণা, আমার দ্বারা একাজ হবে না); 3 মারফত (ভৃত্যের দ্বারা সংবাদপ্রেরণ)। [সং. দ্বার শব্দের 3য়া বিভক্তির 1বচন]।

দ্বারিকা

দ্বারকা, দ্বারিকা [ dbārakā, dbārikā ] বি. 1 শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠিত বলে পরিচিত এবং হিন্দুদের অন্যতম তীর্থস্হানরূপে পরিগণিত উত্তর ভারতের শহরবিশেষ; 2 আরব সাগরের তীরে গুজরাতের অন্তর্গত সুপ্রসিদ্ধ নগরী। [সং. দ্বার + √ কৈ + অ + আ (স্ত্রী.)]। দ্বারকানাথ, দ্বারকাপতি বি. শ্রীকৃষ্ণ।

দ্বারকা

দ্বারকা, দ্বারিকা [ dbārakā, dbārikā ] বি. 1 শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠিত বলে পরিচিত এবং হিন্দুদের অন্যতম তীর্থস্হানরূপে পরিগণিত উত্তর ভারতের শহরবিশেষ; 2 আরব সাগরের তীরে গুজরাতের অন্তর্গত সুপ্রসিদ্ধ নগরী। [সং. দ্বার + √ কৈ + অ + আ (স্ত্রী.)]। দ্বারকানাথ, দ্বারকাপতি বি. শ্রীকৃষ্ণ।