দ্বার
দ্বার [ dbāra ] বি. 1 প্রবেশ করার বা বাইরে বেরোবার পথ; 2 দরজা। [সং. √ দ্বারি + অ]। দ্বারদেশ, দ্বারপ্রান্ত বি. দরজার কাছের জায়গা, দরজার পাশ। দ্বারপাল, দ্বাররক্ষক, দ্বাররক্ষী (-ক্ষিন্), দ্বারী (-রিন্) বি. দারোয়ান। দ্বাররোধ বি. দরজা বন্ধ করা; পথ আগলে দাঁড়ানো (দ্বাররোধ করা)। দ্বারস্হ বিণ. 1 দ্বারদেশে উপনীত; 2 (আল.) সাহায্যপ্রার্থী (অবশেষে তাঁর দ্বারস্হ হলাম)। দ্বারাধ্যক্ষ বি. দ্বাররক্ষী, দারোয়ান। দ্বারিক বি. দাররক্ষী, দারোয়ান।
দ্বারোদ্ঘাটন
দ্বারোদ্-ঘাটন, দ্বারোদ্ঘাটন [ dbārōd-ghāṭana, dbārōdghāṭana ] বি. উদ্বোধন, কোনো উৎসবপ্রাঙ্গণ বা নবপ্রতিষ্ঠিত গৃহাদির আনুষ্ঠানিক উদ্বোধন। [সং. দ্বার + উদ্ঘাটন]।