দ্বিতল

দ্বিতল বি. বিণ. দোতলা (দ্বিতলে থাকে, দ্বিতল বাড়ি)।

দ্বিজোত্তম

দ্বিজেন্দ্র, দ্বিজোত্তম বি. দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ।

দ্বিজিহ্ব

দ্বিজিহ্ব বি.1 (দুই ভাগে জিহ্বা বিভক্ত বলে) সাপ; 2 (আল.) মিথ্যাবাদী; পরস্পরবিরোধী উক্তিকারী।

দ্বিজাতিতত্ত্ব

দ্বিজাতিতত্ত্ব বি. ভারতে হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায় ভিন্ন জাতির লোক এবং তাদের ভিন্ন রাষ্ট্রে বসবাস করা কর্তব্য-এই সাম্প্রদায়িক মত।

দ্বিজরাজ

দ্বিজপতি, দ্বিজরাজ বি. 1 দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ; 2 (ব্রহ্মার বিধান অনুযায়ী ব্রাহ্মণদের অধিপতিরূপে) চন্দ্র।

দ্বিজপতি

দ্বিজপতি, দ্বিজরাজ বি. 1 দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ; 2 (ব্রহ্মার বিধান অনুযায়ী ব্রাহ্মণদের অধিপতিরূপে) চন্দ্র।

দ্বিজা

দ্বিজা স্ত্রী. দ্বিজ, দ্বিজন্মা।

দ্বিজন্মা

দ্বিজ, দ্বিজন্মা (-ন্মন্) বি. 1 (একবার মাতৃগর্ভ থেকে এবং আর একবার উপনয়নের ফলে নবজন্ম লাভ হয় বলে) ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জাতি; 2 পাখি প্রভৃতি অণ্ডজ প্রাণী; 3 (বিরল) দন্ত। স্ত্রী. দ্বিজা।