দ্বিভাব

দ্বিভাব বিণ. বাইরে একরকম ও ভিতরে অন্যরকম ভাবযুক্ত, কপট। ☐ বি. দুই ভাব।

দ্বিবার্ষিক

দ্বিবার্ষিক বিণ. 1 যার দুই বত্সর বয়স হয়েছে (দ্বিবার্ষিক শিশু, দ্বিবার্ষিক পত্রিকা); 2 যার দুই বত্সরে উত্পন্ন হয় বা হয়েছে (দ্বিবার্ষিক শস্য)।

দ্বিবচন

দ্বিবচন বি. (ব্যাক.) দ্বিত্ববাচক বিভক্তি।

দ্বিপাদ

দ্বিপাদ বি. বিণ. 1 দুই পদবিশিষ্ট; 2 দুই পদপরিমিত।

দ্বিপদী

দ্বিপদী বি. দুই চরণবিশিষ্ট পদ্যের ছন্দোবিশেষ।

দ্বিপদ

দ্বিপদ বিণ. দুই পা-যুক্ত, দুপেয়ে। ☐ বি. মানুষ, পাখি ইত্যাদি দুপেয়ে প্রাণী।