থুড়থুড়

থুড়থুড়, থুত্থুড় [ thuḍ-thuḍ, thutthuḍ ] অব্য. ১. (দুর্বলতা, রোগ, বার্ধক্য প্রভৃতির দরুন) মৃদু অথচ ক্রমাগত কম্পনসূচক; ২. অত্যধিক বার্ধক্যের জন্য স্হবিরতাসূচক (থুড়থুড় করছে)। [দেশি]।

থুঁতি

থুঁতি [ thun̐ti ] থুতি -র রূপভেদ।

থু থু

থু থু অব্য. ক্রমাগত থু থু ফেলার শব্দ; ছি ছি; ধিক ধিক।

থোতা

থোতা – থোঁতা১-এর রূপভেদ।

নাম হওয়া

নাম হওয়া ক্রি. বি. খ্যাতি বা যশ প্রচারিত হওয়া।

থোপ

থোপ [ thōpa ] বি. গুচ্ছ, ছোট স্তূপ (থোপে থোপে ঘাস রাখা হয়েছে)। [সং. স্তূপ]।