ত্রিবলি

ত্রিবলি বি. কণ্ঠ বা শরীরের অন্যত্র মাংস সংকোচনের ফলে সৃষ্ট তিনটি রেখা বা ভাঁজ (‘ত্রিবলি তব ভুরুতে’:সু.দ.)।

ত্রিবিক্রম

ত্রিবিক্রম বি. বামনরূপী বিষ্ণু, ত্রিলোকে তাঁর তিনটি ‘বিক্রম’ বা পদক্ষেপ বলে।

ত্রিপুণ্ড্র

ত্রিপুণ্ড্র, ত্রিপুণ্ড্রক বি. ললাটে ত্রিশূলের মতো অঙ্কিত তিলক।

ত্রিফলা

ত্রিফলা বি. হরীতকী, আমলকী ও বিভীতকী (বহেড়া) এই তিন ফল।

ত্রিমাত্রিক

ত্রিমাত্রিক বিণ. (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ আছে এমন, ত্রিঘাত।

ত্রিবৃত্ত

ত্রিবৃত্ত বিণ. ত্রিগুণিত, তিনবার গুণ করা হয়েছে এমন।

ত্রিবেণী

ত্রিবেণী বি. গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিনটি নদী অথবা তাদের সংযোগস্হল বা বিয়োগস্হল।