তীর্থের কাক

তীর্থের কাক তীর্থযাত্রীরা কথন যজ্ঞস্হানে নৈবেদ্য ছড়াবে সেই আশায় কাক যেমন অপেক্ষা করে তেমনি পরানুগ্রহপ্রত্যাশী লোভী ব্যক্তি।

তীর্ণ

তীর্ণ [ tīrṇa ] বিণ. অতিক্রান্ত, উত্তীর্ণ, পারগত (তীর্ণ যৌবন)। [সং. √ তৃ + ত]। বাংলায় সাধারণত অব ও উত্ (উদ্) উপসর্গযোগে এই শব্দের প্রয়োগ হয়-অবতীর্ণ, উত্তীর্ণ। স্ত্রী. তীর্ণা।

তীর্থ করা

তীর্থ করা ক্রি. বি. পূণ্য অর্জনের জন্য তীর্থ দর্শন ও তীর্থকৃত্য করা।

তীর্থ

তীর্থ [ tīrṇa ] বি. 1 পুণ্যস্হান (মিলনতীর্ণ); 2 দেবতা বা মহাপুরুষদের লীলাক্ষেত্র বা বাসভূমি; 3 পাপমোচনের স্হান (বারাণসীতীর্ণ); 4ঋষিসেবিত পবিত্র জলযুক্ত নদী ইত্যাদি (পুষ্কর তীর্থ); 5 নদ্যাদিতে অবতরণের বা স্নানের ঘাট; 6 গুরু বা শিক্ষক (সতীর্থ); 7 উপাধিবিশেষ (ব্যাকরণতীর্থ)। [সং. √ তৃ + থ]। তীর্থ করা ক্রি. বি. পূণ্য অর্জনের জন্য তীর্থ দর্শন ও তীর্থকৃত্য করা। তীর্থের কাক তীর্থযাত্রীরা কথন যজ্ঞস্হানে নৈবেদ্য ছড়াবে সেই আশায় কাক যেমন অপেক্ষা করে তেমনি পরানুগ্রহপ্রত্যাশী লোভী ব্যক্তি। তীর্থযাত্রা বি. পাপক্ষয়ের জন্য তীর্থে যাওয়া। তীর্থযাত্রী (ত্রিন্) বিণ. বি. তীর্থে গমনকারী। তীর্থসলিল বি. তীর্থস্হানের পবিত্র জল। তীর্থোদক বি. তীর্থের পবিত্র জল।

তীর

তীর1 [ tīra1 ] বি. সমুদ্র, নদী প্রভৃতির পাড়, কূল। [সং. √ তীর্ + অ (অচ্)]।

তীব্র

তীব্র [ tībra ] বিণ. 1 প্রখর, কড়া (তীব্র আলো, তীব্র রোদ); 2 জোরালো, বলিষ্ঠ (তীব্র প্রতিবাদ); 3 দুঃসহ (তীব্র দুঃখ, তীব্র জ্বালা); 4 উগ্র, কর্কশ (তীব্র ভাষা); 5 উচ্চ (তীব্র স্বরে কথা বলা); 6 মারাত্মক, সাংঘাতিক (তীব্র বিষ); 7 কঠিন (তীব্র লড়াই, তীব্র প্রতিযোগিতা); 8 ক্রুদ্ধ, তীক্ষ্ণ (তীব্র দৃষ্টি)। [সং. √ তীব্ + র]। বি. তীব্রতা। তীব্রমধ্যম বি. সংগীতের কড়িমধ্যম স্বর।