ত তুলট তুলট1 [ tulaṭa1 ] বিণ. তুলা থেকে প্রস্তুত (তুলট কাগজ)। ☐ বি. তুলা থেকে প্রস্তুত কাগজ (তুলটে লেখা পুঁথি)। [সং. তূল + বাং. ট]। তুলট2 [ tulaṭa2 ] বি. তুলাদণ্ডে নিজেকে মেপে দাতার সমপরিমাণ অর্থাদি দান, তুলাদান। [সং. তুলা + বাং. ট]।
ত তুলে ধরা তুলে ধরা ক্রি. বি. 1 উত্তোলিত করা (বাক্সটা একটু তুলে ধরো); 2 প্রকাশ বা প্রচার করা (বক্তব্য তুলে ধরা)।
ত তুলে দেওয়া তুলে দেওয়া ক্রি. বি. 1 ঘুম থেকে জাগিয়ে দেওয়া; 2 কোনো স্হান থেকে সরিয়ে দেওয়া; 3 উঠিয়ে দেওয়া।
ত তুরিতে তুরিত, তুরিতে [ turita, turitē ] ক্রি-বিণ. (ব্রজ.) দ্রুত, তাড়াতাড়ি (‘তুরিতে জ্বালিয়া বাতি হেরিলেন ইতি উতি’: বা. ঘো.)। [সং. ত্বরিত]।
ত তুরঙ্গমী তুরগী1, তুরঙ্গী1, তুরঙ্গমী স্ত্রী. তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম। তুরগী2, (-গিন্), তুরঙ্গী2 (-ঙ্গিন্) বি. অশ্বারোহী, ঘোড়সওয়ার।
ত তুরঙ্গী তুরগী1, তুরঙ্গী1, তুরঙ্গমী স্ত্রী. তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম। তুরগী2, (-গিন্), তুরঙ্গী2 (-ঙ্গিন্) বি. অশ্বারোহী, ঘোড়সওয়ার।
ত তুরগী তুরগী1, তুরঙ্গী1, তুরঙ্গমী স্ত্রী. তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম। তুরগী2, (-গিন্), তুরঙ্গী2 (-ঙ্গিন্) বি. অশ্বারোহী, ঘোড়সওয়ার।
ত তুরগ তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম [ turaga, turaṅga, turaṅgama ] বি. ঘোড়া, অশ্ব। [সং. তুর (ত্বরা) + √গম্ + অ, খচ্ (মুমাগম)]। স্ত্রী.তুরগী1, তুরঙ্গী1, তুরঙ্গমী। তুরগী2, (-গিন্), তুরঙ্গী2 (-ঙ্গিন্) বি. অশ্বারোহী, ঘোড়সওয়ার।
ত তুরঙ্গম তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম [ turaga, turaṅga, turaṅgama ] বি. ঘোড়া, অশ্ব। [সং. তুর (ত্বরা) + √গম্ + অ, খচ্ (মুমাগম)]।