তেড়ে

তেড়ে [ tēḍ়ē ] অস-ক্রি. ক্রি-বিণ. তাড়া করে, পিছনে ছুটে, পশ্চাদ্ধাবন করে, তর্জনসহকারে (ষাঁড় তেড়ে আসছে, তেড়ে মারতে এল)। [বাং. তাড়া2 + ইয়া > এ]। তেড়েফুঁড়ে ক্রি-বিণ. 1 তেড়ে, তর্জনসহকারে তাড়া করে (তেড়েফুঁড়ে আক্রমণ করল); 2 (আল.) বিপুল শক্তি ও উদ্যমের সঙ্গে (তেড়েফুঁড়ে কাজে লেগে গেল)। তেড়েমেড়ে ক্রি-বিণ. বেগে তাড়া করে, তেড়েফুঁড়ে (‘তেড়েমেড়ে ডাণ্ডা করে দিই ঠাণ্ডা’: সু. রা)। [তাড়া2 দ্র]।

তেজিমন্দি

তেজিমন্দি বি. চাহিদার অনুপাতে বাজারদরের হ্রাস-বৃদ্ধি।

তেজি

তেজি1 [ tēji1 ] বিণ. চড়া (মাছের বাজার এখন খুব তেজি)। [বাং. তেজ (< সং. তেজস্) + ই]। তেজিমন্দি বি. চাহিদার অনুপাতে বাজারদরের হ্রাস-বৃদ্ধি। তেজি2 [ tēji2 ] বিণ. 1 তেজস্বী, বলবান, বিক্রমশীল (তেজি লোক, তেজি ঘোড়া); 2 তেজস্কর, বলবর্ধক (তেজি ওষুধ); 3 মূল্যবৃদ্ধির লক্ষণযুক্ত, চড়া, তেজি (তেজি বাজার)। [বাং. তেজ]।

তেজলুঁ

তেজলু, তেজলুঁ ক্রি. (ব্রজ.) ত্যাগ করলাম।

তেজলি

তেজলি (ব্রজ.) ক্রি. ত্যাগ করল।

তেজই

তেজই (ব্রজ.) ক্রি. ত্যাগ করে।

ত্যজা

তেজা, ত্যজা [ tējā, tyajā ] ক্রি. (কাব্যে) ত্যাগ করা (‘রোষে লাজভয় তাজি’: মধু.)। [বাং. √ তেজ্ (সং. √ তাজ্) + আ]। তেজই (ব্রজ.) ক্রি. ত্যাগ করে। তেজলি (ব্রজ.) ক্রি. ত্যাগ করল। তেজলু, তেজলুঁ ক্রি. (ব্রজ.) ত্যাগ করলাম। তেজাব ক্রি. (ব্রজ.) ত্যাগ করব।

তেজা

তেজা, ত্যজা [ tējā, tyajā ] ক্রি. (কাব্যে) ত্যাগ করা (‘রোষে লাজভয় তাজি’: মধু.)। [বাং. √ তেজ্ (সং. √ তাজ্) + আ]। তেজই (ব্রজ.) ক্রি. ত্যাগ করে। তেজলি (ব্রজ.) ক্রি. ত্যাগ করল। তেজলু, তেজলুঁ ক্রি. (ব্রজ.) ত্যাগ করলাম। তেজাব ক্রি. (ব্রজ.) ত্যাগ করব।