তৈসে

তৈসে [ taisē ] তৈছে -র রূপভেদ।

তৈসন

তৈসন [ taisana ] তৈছন -র রূপভেদ।

তেলো

তেলো1 [ tēlō1 ] বি. মাথার চাঁদি, ব্রহ্মতালু। [< সং.তালু]। তেলো2 [ tēlō2 ] বি. 1 করতল, হাতের চেটো; 2 পদতল, পায়ের চেটো। [বাং. তল + উয়া > ও]।

তেরপল

তেরপল [ tērapala ] ত্রিপল -র কথ্য রূপ।

তোক

তোক1 [ tōka1 ] বি. সন্তান, অপত্য, শিশুসন্তান। [সং. √ তু + ক]। তোক2 [ tōka2 ] বি. 1 বেড়ি, শৃঙ্খল; 2 হাতকড়ি (তোকে বাঁধা চোর)। [আ. তওক্]।

তোই

তোই সর্ব. তোমাকে (‘কত পরবধব তোই’: বিদ্যা.)।

তোঁ

তো3, তোঁ [ tō3, tō ] সর্ব. (ব্রজ. ও প্রা. বাং.) 1 তুমি; 2 তুই; 3 তোমা (‘তো বিনে উনমত কান’: বিদ্যা.); 4 তোর, তোমার (‘তো সেবা নাহি জানি’: চণ্ডী.)। [সং. তব]।  

তেড়ছা

তেরচা, তেরছা, তেড়ছা, (ব্রজ.) তেরছ [ tēracā, tērachā, tēḍ়chā, (braja.) tēracha ] বিণ. বাঁকা, আড় (তেরছা রেখা, তেরছা চাহনি)। [প্রাকৃ. তিরিচ্ছ < সং. তির্যচ্]।