তম্বি

তম্বি [ tambi ] বি. ১. ভত্সনা, তর্জন; ২. জুলুম; ৩. তাড়না। [আ. তম্বীহ্]।

তমোময়

তমোময় [ tamō-maẏa ] বিম. ১. অন্ধকারপূর্ণ; ২. তমোভাবে পূর্ণ। [সং. তমস্ + ময়]।

তমোনাশ

তমোনাশ [ tamō-nāśa ] বি. বিণ. অন্ধকার দূরকারী। [সং. তমস্ + নাশ]।

তমালিনী

তমালিকা, তমালিনী বি. ১. তমালবহুল স্হান; ২. তমলুক; ৩. ভুঁই-আমলা।

তমালিকা

তমালিকা, তমালিনী বি. ১. তমালবহুল স্হান; ২. তমলুক; ৩. ভুঁই-আমলা।

তমোঘ্ন

তমোঘ্ন [ tamōghna ] বিণ. অন্ধকার বা তমোভাব দূর করে এমন, তমোনাশক। ☐ বি. ১. সূর্য; ২. অগ্নি; ৩. চন্দ্র; ৪. প্রদীপ; ৫. জ্ঞান। [সং. তমস্ + √ হন্ + অ]।

তমোগুণ

তমোগুণ [ tamō-guṇa ] বি. প্রকৃতির তৃতীয় বা নিকৃষ্টতম গুণ, যার লক্ষণ-অজ্ঞান, মোহ ইত্যাদি। [সং. তমস্ + গুণ]।

তমস্বিনী

তমস্বিনী বিণ. (স্ত্রী.) অন্ধকারময়ী, অন্ধকারাবৃতা। ☐ বি. অন্ধকার রাত্রি। [সং. তমস্ + বিন্ + ঈ (স্ত্রী.)]।

তমস্বান

তমস্বান [ tamasbāna ] বিণ. অন্ধকারময়, অন্ধকারাচ্ছন্ন। [সং. তমস্ + বান (বত্)]। তমস্বিনী বিণ. (স্ত্রী.) অন্ধকারময়ী, অন্ধকারাবৃতা। ☐ বি. অন্ধকার রাত্রি। [সং. তমস্ + বিন্ + ঈ (স্ত্রী.)]।