ঠাড়

ঠাড় [ ṭhāḍ ] বিণ. খাড়া (ঠাড় করা, ঠাড় হওয়া)। [হি. ঠাঢ়]।

ঠাড়া

ঠাড়া ক্রি. ১. দাঁড়ানো; ২. অপেক্ষা করা।

ঠেঁটামি

ঠেঁটামি বি. বেহায়াপনা; দুর্মুখতা; অবাধ্যতা; শঠতা।

ঠ্যাঁটা

ঠেঁটা, ঠ্যাঁটা [ ṭhēnṭā, ṭhyānṭā ] বিণ. ১. বেহায়া; ২. দুর্মুখ; ৩. অবাধ্য; ৪. শঠ। [সং. ধৃষ্ট > ম. বাং. টীট]। স্ত্রী. ঠেঁটি১।

ঠেঁটা

ঠেঁটা, ঠ্যাঁটা [ ṭhēnṭā, ṭhyānṭā ] বিণ. ১. বেহায়া; ২. দুর্মুখ; ৩. অবাধ্য; ৪. শঠ। [সং. ধৃষ্ট > ম. বাং. টীট]। স্ত্রী. ঠেঁটি১।

ঠাঠা

ঠাটা, ঠাঠা১ [ ṭhāṭā, ṭhāṭhā ] বি. বজ্র; বজ্রপাত। [তামি. ঠিটু]। ঠা-ঠা, ঠাঠা২ [ ṭhā-ṭhā, ṭhāṭhā ] বিণ. অতি তীব্র বা ঝাঁঝালো (ঠাঠা রোদ্দুর)।

ঠা-ঠা

ঠা-ঠা, ঠাঠা২ [ ṭhā-ṭhā, ṭhāṭhā ] বিণ. অতি তীব্র বা ঝাঁঝালো (ঠাঠা রোদ্দুর)।

ঠেকো

ঠেক২, ঠেকনা, (কথ্য) ঠেকনো, ঠেকো [ ṭhēka, ṭhēkanā, ṭhēkanō, ṭhēkō ] বি. পতনরোধক অবলম্বন, ঠেস, প্যালা (ঠেকো দিয়ে ঠেকিয়ে রাখা)। [হি. ঠেক]।

ঠেকনো

ঠেক২, ঠেকনা, (কথ্য) ঠেকনো, ঠেকো [ ṭhēka, ṭhēkanā, ṭhēkanō, ṭhēkō ] বি. পতনরোধক অবলম্বন, ঠেস, প্যালা (ঠেকো দিয়ে ঠেকিয়ে রাখা)। [হি. ঠেক]।