ঠিকরা

ঠিকরা, (কথ্য) ঠিকরে [ ṭhikarā, (kathya) ṭhikarē ] বি. তামাকের কলিকায় ছিদ্র বন্ধ করার ছোট ঢিল। [হি. টিকরা]।

ঠায়

ঠায় [ ṭhāẏa ] ক্রি-বিণ. ১. নিশ্চলভাবে, কিছু না করে (ঠায় বসে আছি, সে শুধু দাঁড়িয়ে থাকে ঠায়’: শ. ধো); ২. কাছে, নিকটে; ৩. একটানা (ঠায় দুদিন)। [সং. স্হির > ঠার > ঠায়]।

ঠাম

ঠাম [ ṭhāma ] বি. ১. স্হান, ঠাঁই (‘রইল কোন ঠাম’: গো. দা); ২. নিকট (‘রাধার ঠাম’: চণ্ডী); ৩. গঠন, মূর্তি (বঙ্কিম ঠাম); ৪. রূপ, শ্রী (সুঠাম দেহ); ৫. ঢং, ধরন (‘চূড়ার টালনি বামে মউরচন্দ্রিকা ঠামে’: জ্ঞান)। [সং. স্হান > হি. ঠাম]।

ঠান

ঠান [ ṭhāna ] বি. ঠাকুরানি (মাঠান)। [বাং. ঠাকরুন]। ঠানদিদি (কথ্য) দি বি. ঠাকুরমা।

ঠার

ঠার [ ṭhāra ] বি. ইশারা, সংকেত (আঁখিঠার)। [হি. ঠার]। ঠারা ক্রি. ইশারা বা ইঙ্গিত করা; আড়ভাবে দেখা (চোখ ঠারা)। ঠারাঠারি বি. চোখের ইশারা; চোখের ইশারা করে পরস্পরকে কিছু জানানো। ঠারেঠোরে ক্রি-বিণ. ইঙ্গিতে বা ইশারায় (সে ঠারেঠোরে তার মনের কথা জানিয়ে দিল)।

ঠারা

ঠারা ক্রি. ইশারা বা ইঙ্গিত করা; আড়ভাবে দেখা (চোখ ঠারা)।

ঠারাঠারি

ঠারাঠারি বি. চোখের ইশারা; চোখের ইশারা করে পরস্পরকে কিছু জানানো।

ঠারেঠোরে

ঠারেঠোরে ক্রি-বিণ. ইঙ্গিতে বা ইশারায় (সে ঠারেঠোরে তার মনের কথা জানিয়ে দিল)।

ঠসক

ঠসক [ ṭhasaka ] বি. ১. গর্বিত ভাবভঙ্গি, গুমর; ২. ছলাকলা, ঠমক, ঠাট। [হি. ঠসক্]।