ঝরনা

ঝরনা [ jharanā ] বি. ১. নির্ঝর, ফোয়ারা; ২. প্রবাহ (আলোর ঝরনা) [বাং. √ ঝর + না]। ঝরনা কলম বি. ফাউণ্টেন পেন, যে কলমে একবার কালি ভরে অনেকক্ষণ লেখা যায়।

ঝরতি

ঝরতি [ jharati ] বি. বাড়তি; গুদাম বা বস্তা থেকে শস্যাদির যে অংশ ঝরে পড়ে যায়। [বাং. ঝরা + তি]।

ঝম্পক

ঝম্পক [ jhampaka ] বি. সংগীতের পাঁচ মাত্রার তালবিশেষ। [তু. হি. ঝম্পা, ঝাঁপান (=দোলা)]।

ঝম্পন

ঝম্পন বি. লাফ, লাফ দেওয়া, ঝাঁপ দেওয়া।

ঝরনা কলম

ঝরনা কলম বি. ফাউণ্টেন পেন, যে কলমে একবার কালি ভরে অনেকক্ষণ লেখা যায়।

ঝংকার

ঝংকার, ঝঙ্কার [ jhaṅkāra, jhaṅkāra ] বি. ১. মৃদু ঝনঝন শব্দ, ঝনত্কার (বীণার ঝংকার); ২. গুঞ্জন, মধুর ও অস্ফুট ধ্বনি (‘ভ্রমরা ঝঙ্কার করে পিয়ে মকরন্দ’: বি. গু.); ৩. তর্জন (ঝংকার দিয়ে ওঠা)। [সং. ঝন্ + √ কৃ + অ]। ঝংকার ক্রি. (কাব্যে) ঝংকার করা; গুঞ্জন করা (‘ঝঙ্কারিবে অলি’)। ঝংকৃতি বি. ঝংকার।

ঝকমকানো

ঝকঝকানো, ঝকমকানো ক্রি. বি. ঝকঝক বা ঝকমক করা।

ঝকঝকানো

ঝকঝকানো, ঝকমকানো ক্রি. বি. ঝকঝক বা ঝকমক করা।

ঝকঝক

ঝকঝক, ঝকমক [ jhaka-jhaka, jhaka-maka ] বি. ১. তীব্র আলো বা ঔজ্জ্বল্যের ভাব (আনন্দে চোখ ঝকমক করে উঠল); ২. অত্যন্ত পরিষ্কার ও সুসজ্জিত ভাব বা অবস্হা (ঘরদোর ঝকঝক করছে)। [তু. তুর. চকমক]। ঝকঝকানো, ঝকমকানো ক্রি. বি. ঝকঝক বা ঝকমক করা। ঝকঝকানি, ঝকমকানি বি. ঝকঝক করার ভাব। ঝকঝকে, ঝকমকে বিণ. ঝকঝক করছে এমন (ঝকঝকে থালাবাসন)।

ঝকমক

ঝকঝক, ঝকমক [ jhaka-jhaka, jhaka-maka ] বি. ১. তীব্র আলো বা ঔজ্জ্বল্যের ভাব (আনন্দে চোখ ঝকমক করে উঠল); ২. অত্যন্ত পরিষ্কার ও সুসজ্জিত ভাব বা অবস্হা (ঘরদোর ঝকঝক করছে)। [তু. তুর. চকমক]।