চতুষ্পথ

চতুষ্পথ [ catuṣpatha ] বি. চারটি রাস্তার সংযোগস্হল, চৌরাস্তা, চৌমাথা। [সং. চতুঃ + পথিন্ (দ্বিগু)]।

চতুষ্টয়

চতুষ্টয় [ catuṣṭaẏa ] বিণ. ১. চার অবয়ববিশিষ্ট (বেদচতুষ্টয়); ২. চার রকমের (আশ্রমচতুষ্টয়)। ☐ বি. চারটির সমষ্টি (নীতিচতুষ্টয়)। [সং. চতুঃ + তয় (তয়প্)]।

চতুষ্কোণ

চতুষ্কোণ [ catuṣkōṇa ] বিণ. চার কোণবিশিষ্ট, চৌকো। [সং. চতুঃ + কোণ]।

চতুষ্ক

চতুষ্ক [ catuṣka ] বি. ১. চারটির সমষ্টি; ২. চার কোণবিশিষ্ট ক্ষেত্র; ৩. চত্বর; ৪. চারটি স্তম্ভযুক্ত মণ্ডপ। [সং. চতুঃ + √কৈ + অ]।

চতুর্যুগ

চতুর্যুগ [ caturyuga ] বি. সত্য ত্রেতা দ্বাপর ও কলি-এই চার যুগ। [সং. চতুর্ + যুগ]।

চতুর্মুখ

চতুর্মুখ [ caturmukha ] বি. (চার মুখবিশিষ্ট) ব্রহ্মা, চতুর্বক্ত্র। [সং. চতুর্ + মুখ]।

চতুর্বর্ণ

চতুর্বর্ণ [ caturbarṇa ] বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার জাতি বা বর্ণ। [সং. চতুর্ + বর্ণ]।

চতুর্বর্গ

চতুর্বর্গ [ caturbarga ] বি. ধর্ম অর্থ কাম মোক্ষ-এই চার পুরুষার্থ বা জীবনের চার লক্ষ্য। [সং. চতুর্ + বর্গ]।

চতুর্বক্ত্র

চতুর্বক্ত্র [ caturbaktra ] বি. (চার মুখবিশিষ্ট) ব্রহ্মা। [সং. চতুর্ + বক্ত্র]।

চতুর্দিক

চতুর্দিক [ caturdika ] (-র্দিশ্) বি. ১. উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম-এই চার দিক; ২. সর্বদিক (চতুর্দিকেই তাঁর মনোযোগ আছে)। [সং. চতুর্ + দিশ্]।