চ চন্দনা চন্দনা [ candanā ] বি. (স্ত্রী.) ১. নদীবিশেষ; ২. গলায় লাল রেখাযুক্ত একরকম টিয়াপাখি; ৩. ইলিশজাতীয় মাছবিশেষ। [সং. চন্দন + আ]।
চ চতুস্তল চতুস্তল [ catustala ] বিণ. চারটি তলবিশিষ্ট, চৌতলা, চারতলা (চতুস্তল অট্টালিকা)। [সং. চতুঃ + তল]।
চ চতুষ্পাদ চতুষ্পাদ [ catuṣpāda ] বিণ. ১. চার চরণবিশিষ্ট (চতুষ্পাদ শ্লোক); ২. সর্বাঙ্গবিশিষ্ট, পূর্ণাঙ্গ (চতুষ্পাদ ধর্ম)। ☐ বি. চতুষ্পদ প্রাণী। [সং. চতুঃ + পাদ]।