চন্দ্রাতপ

চন্দ্রাতপ [ candrātapa ] বি. ১. চাঁদোয়া, শামিয়ানা; ২. জ্যোত্স্না। [সং. চন্দ্র + আতপ]।

চন্দ্রাংশু

চন্দ্রাংশু [ candrāṃśu ] বি. চাঁদের কিরণ, জ্যোত্স্না। [সং. চন্দ্র + অংশু]।

চন্দনা

চন্দনা [ candanā ] বি. (স্ত্রী.) ১. নদীবিশেষ; ২. গলায় লাল রেখাযুক্ত একরকম টিয়াপাখি; ৩. ইলিশজাতীয় মাছবিশেষ। [সং. চন্দন + আ]।

চন্দক

চন্দক [ candaka ] বি. চাঁদা মাছ। [সং. √চন্দ্ + অক]।

চনচন

চনচন [ cana-cana ] অব্য. বি. বেদনা প্রবাহ প্রখরতা বা পরিপূর্ণতাসূচক ধ্বনিবিশেষ। [ধ্বন্যা.]।

চত্বাল

চত্বাল [ catbāla ] বি. ১. চাতাল; ২. উঠান। [সং. √চত্ + বাল]।

চত্বর

চত্বর [ catbara ] বি. ১. চাতাল, প্রাঙ্গণ, উঠান; ২. রঙ্গস্হান; ৩. যজ্ঞভূমি। [সং. √চত্ + বর]।

চতুস্তল

চতুস্তল [ catustala ] বিণ. চারটি তলবিশিষ্ট, চৌতলা, চারতলা (চতুস্তল অট্টালিকা)। [সং. চতুঃ + তল]।

চতুষ্পাদ

চতুষ্পাদ [ catuṣpāda ] বিণ. ১. চার চরণবিশিষ্ট (চতুষ্পাদ শ্লোক); ২. সর্বাঙ্গবিশিষ্ট, পূর্ণাঙ্গ (চতুষ্পাদ ধর্ম)। ☐ বি. চতুষ্পদ প্রাণী। [সং. চতুঃ + পাদ]।