চমকপ্রদ

চমকপ্রদ [ camaka-prada ] বিণ. বিস্ময়কর, আশ্চর্যজনক (ভারি চমকপ্রদ ঘটনা)। [বাং. চমক + সং. প্রদ (প্রদানকারী)]।

চ-বর্গ

চ-বর্গ [ ca-barga ] বি. চ ছ জ ঝ ঞ-এই পাঁচটি বর্ণ।

চপ্পল

চপ্পল [ cappala ] বি. চটিজুতাবিশেষ, স্যাণ্ডেল (sandal)। [হি. চপ্পল্]।

চন্দ্রোদয়

চন্দ্রোদয় [ candrōdaẏa ] বি. চাঁদের উদয় (চন্দ্রোদয়ে অন্ধকার দূর হয়)। [সং. চন্দ্র + উদয়]।

চন্দ্রিমা

চন্দ্রিমা [ candrimā ] বি. ১. চাঁদ; ২. জ্যোত্স্না। [সং. চন্দ্রমা ও চন্দ্রিকার মিশ্রণজাত]।

চন্দ্রিকা

চন্দ্রিকা [ candrikā ] বি. ১. জ্যোত্স্না; ২. আলোকদায়িনী ব্যাখ্যা (বেদান্তচন্দ্রিকা, অলংকারচন্দ্রিকা); ৩. চাঁদামাছ; ৪. সংস্কৃত ছন্দবিশেষ। [সং. চন্দ্র + ইক + আ (স্ত্রী.)]।

চন্দ্রাহত

চন্দ্রাহত [ candrāhata ] বিণ. পাগল। [সং. চন্দ্র + আহত, moonstruck শব্দের অনুকরণে]।

চন্দ্রাবলী

চন্দ্রাবলী [ candrābalī ] বি. ১. শ্রীরাধার প্রিয় সখী (‘শ্রীরাধিকা চন্দ্রাবলী, কারে থুয়ে কারে বলি’); ২. কানের গহনাবিশেষ; ৩. রাধিকা; ৪. চন্দ্রকিরণ।

চন্দ্রাপীড়

চন্দ্রাপীড় [ candrāpīḍ় ] বি. ১. চন্দ্রচূড়, শিব; ২. বাণভট্টরচিত ‘কাদম্বরী’ গ্রন্হের নায়ক। [সং. চন্দ্র + আপীড় (কিরীট শিরোভূষণ)]।

চন্দ্রাতপ

চন্দ্রাতপ [ candrātapa ] বি. ১. চাঁদোয়া, শামিয়ানা; ২. জ্যোত্স্না। [সং. চন্দ্র + আতপ]।