চন্দ্রাবলী
চন্দ্রাবলী [ candrābalī ] বি. ১. শ্রীরাধার প্রিয় সখী (‘শ্রীরাধিকা চন্দ্রাবলী, কারে থুয়ে কারে বলি’); ২. কানের গহনাবিশেষ; ৩. রাধিকা; ৪. চন্দ্রকিরণ।
চন্দ্রাপীড়
চন্দ্রাপীড় [ candrāpīḍ় ] বি. ১. চন্দ্রচূড়, শিব; ২. বাণভট্টরচিত ‘কাদম্বরী’ গ্রন্হের নায়ক। [সং. চন্দ্র + আপীড় (কিরীট শিরোভূষণ)]।