চরু

চরু [ caru ] বি. বৈদিক যজ্ঞের পায়সান্ন। [সং. √চর্ + উ]। চরুস্হালী বি. চরুপাকের পাত্র।

চরিষ্ণু

চরিষ্ণু [ cariṣṇu ] বিণ. বিচরণশীল, গমনশীল, চলন্ত, জঙ্গম। [সং. √চর্ + ইষ্ণু]।

চরকি

চরকি [ caraki ] বি. ১. চক্রাকার আতশবাজিবিশেষ; ২. সুতা জড়াবার নাটাই; ৩. মন্থনদণ্ডবিশেষ। [ফা. চর্খী]।

চয়

চয় [ caẏa ] বি. ১. সমূহ, পুঞ্জ, রাশি (কুসুমচয়); ২. চয়ন, আহরণ। [সং. √চি + অ]।

চম্পূ

চম্পূ [ campū ] বি. গদ্যপদ্যময় কাব্যবিশেষ। [সং. √চম্প্ + ঊ]।

চম্পট

চম্পট [ campaṭa ] বি. পলায়ন; তাড়াতাড়ি সরে পড়া (তাকে দেখেই চম্পট দিলাম)। [তু. হি. চম্পত্]।

চমূ

চমূ [ camū ] বি. (এক অক্ষৌহিণীর ত্রিশ ভাগের এক ভাগ পরিমাণ) বৃহত্ সেনাদল। [সং. √চম্ + ঊ]।

চমস

চমস [ camasa ] বি. চামচ, হাতা। [সং. √চম্ + অস]।

চমত্করণ

চমত্করণ [ camat-karaṇa ] বি. বিস্মিতকরণ, আশ্চর্যের বোধ উত্পাদন। [সং. চমত্ + √কৃ + অন]।

চমচম

চমচম [ cama-cama ] বি. ছানার তৈরি লম্বাটে ধরনের মিষ্টান্নবিশেষ। [হি. চম্চম্]।