চশমখোর

চশমখোর [ caśama-khōra ] বিণ. চক্ষুলজ্জাহীন, সম্পূর্ণ বেহায়া। [ফা. চশমখোর]।

চলোর্মি

চলোর্মি [ calōrmi ] বি. অস্হির তরঙ্গ। [সং. চল + ঊর্মি]।

চলানো

চলানো [ calānō ] বি. ক্রি. ১. হাঁটানো; ২. চালিত করা, চালানো (এ পয়সায় চলানো যাবে না)। [বাং. √চলা + আনো]।

চলাচল

চলাচল [ calācala ] বি. ১. গমনাগমন, যাতায়াত (ট্রেন চলাচল); ২. সঞ্চালন (রক্ত চলাচল)। [বাং. চলা + চল (বীপ্সায়)]।

চলমান

চলমান [ cala-māna ] বিণ. চলন্ত, চলছে এমন (চলমান জীবন)। [সং. √চল্ + শানচ্ (পাণিনির সূত্রমতে শীল অর্থে]।

চলন্ত

চলন্ত [ calanta ] বিণ. চলছে এমন, গতিশীল (চলন্ত ট্রেন, চলন্ত গাড়ি)। [সং. √চল্ + বাং. অন্ত]।

চর্বি

চর্বি [ carbi ] বি. মেদ, বসা, প্রাণীর দেহের স্নেহজাতীয় পদার্থ। [ফা. চর্বী]।

চর্পট

চর্পট [ carpaṭa ] বি. চাপড়, চড়। [সং. √চৃপ্ + অট]।

চর্চরী

চর্চরী [ carcarī ] বি. ১. বাদ্যযন্ত্রবিশেষ; ২. প্রাচীন সংগীতবিশেষ; ৩. চাঁচর উত্সব। [সং. √চর্চ্ + অর + ঈ (স্ত্রী.)]।