চাঁদোয়া

চাঁদোয়া [ cāndōẏā ] বি. চন্দ্রাতপ, শামিয়ানা। [সং. চন্দ্রাতপ-তু. হি. চন্দওয়া]।

চাঁদিমা

চাঁদিমা [ cāndimā ] বি. জ্যোত্স্না। [বাং. চাঁদ + ইমা-তু. চন্দ্রিমা]।

চাঁদিনি

চাঁদিনি [ cāndini ] বিণ. জ্যোত্স্নাময়ী (চাঁদিনি রাত)। [প্রাকৃ. চংদিণ-তু. হি. চাঁদনী]।

চাঁদামামা

চাঁদামামা [ cāndā-māmā ] বি. (ছড়ায়) শিশুদের মামারূপে বর্ণিত চাঁদ। [বাং. চাঁদা২ + মামা]।

চাঁদমালা

চাঁদমালা [ cānda-mālā ] বি. পূজার সময় প্রতিমার সাজে ব্যবহৃত শোলার মালা। [বাং. চাঁদ + মালা]।

চাঁদমারি

চাঁদমারি [ cānda-māri ] বি. ধনুর্বাণ বন্দুক প্রভৃতি ছোড়া অভ্যাসের জন্য স্হাপিত লক্ষ্য, নিশানা, target. [দেশি]।

চাঁড়াল

চাঁড়াল [ cānḍāla ] বি. হিন্দু জাতিবিশেষ, চণ্ডাল। [সং. চণ্ডাল]।

চাঁড়া

চাঁড়া [ cānḍā ] বি. খোলা-ভাঙা, খাপরা, খোলার টুকরো। [দেশি]।

চাউর

চাউর [ cāura ] বিণ. প্রচারিত, সুবিদিত (খবরটা চাউর হয়ে গেছে)। [তু. চালু]।

চশমা

চশমা [ caśamā ] বি. দৃষ্টিসহায়ক কাচবিশেষ, নাকে উপর স্হাপনীয় দৃষ্টিসহায়ক কাচের যন্ত্রবিশেষ, উপনেত্র, spectacles. [ফা. চশ্মহ্]।