চাতাল

চাতাল [ cātāla ] বি. ১. চত্বর; পাথর বা সিমেণ্টে বাঁধানো খোলা জায়গা; ২. উঠান বা রোয়াক। [সং. চত্বর]।

চাড়ি

চাড়ি [ cāḍi ] বি. মাটির বড় গামলাবিশেষ। [দেশি]।

চাটালো

চাটালো [ cāṭālō ] বিণ. চওড়া, প্রশস্ত (চাটালো বারান্দা)। [দেশি]।

চাঙড়

চাঙড় [ cāṅaḍ ] বি. মাটি প্রভৃতির বড় ডেলা চাপ বা তাল। [ফা. চাঙ্গ্]।

চাকু

চাকু [ cāku ] বি. মুড়ে বা ভাঁজ করে রাখা যায় এমন ফলাযুক্ত ছুরি। [তুর্. চাকু]।

চাকরান

চাকরান [ cākarāna ] বি. বেতনের পরিবর্তে ভৃত্যকে প্রদত্ত জমি। [ফা. চাক্রান্]।

চাকতি

চাকতি [ cākati ] বি. ১. ক্ষুদ্র চাকা; ২. চাকার মতো ছোট বস্তু (সোনার চাকতি)। [বাং. চাক (> সং. চক্র) + তি]। রুপোর চাকতি বি. (ব্যঙ্গে) টাকা।

চাকচক্য

চাকচক্য [ cāka-cakya ] বি. ঔজ্জ্বল্য, দীপ্তি; পালিশ। [সং. √চক্ + অ + √চক্ + অ + য]।

চাক

চাক [ cāka ] বি. ১. চক্র, চাকা, চক্রাকার বস্তু (কুমোরের চাক, ছোলার চাক); ২. মৌচাক (চাক-ভাঙা মধু)। [সং. চক্র]।

চাঁপা

চাঁপা [ cāmpā ] বি. ১. চম্পক গাছ বা তার ফুল; ২. কলাবিশেষ। [সং. চম্পক]।