চামেলি

চামেলি [ cāmēli ] বি. মল্লিকাজাতীয় ছোট ফুলবিশেষ, মালতী, জাতিফুল। [তু. হি. চমেলী]।

চামুণ্ডা

চামুণ্ডা [ cāmuṇḍā ] বি. দুর্গাদেবীর রূপবিশেষ-এই রূপে দুর্গা চণ্ড ও মুণ্ড নামে দুই দৈত্যকে বিনাশ করেছিলেন। [সং. চণ্ড-মুণ্ড]।

চামসা

চামসা [ cāmasā ] বিণ. (গন্ধ-সম্বন্ধে) শুকনো চামড়ার মতো (চামসা গন্ধ)। [বাং. চাম + সা (সাদৃশ্যার্থে)]।

চামরী

চামরী [ cāmarī ] (-রিন্) বিণ. চামরযুক্ত। ☐ বি. ১. ঘোড়া; ২. চমরী মৃগী (‘কবরী-ভয়ে চামরী গিরিকন্দরে’: বিদ্যা.)। [সং. চামর + ইন্]।

চামচা

চামচা [ cāmacā ] বি. তোষামুদে; তল্পিবাহক (নেতাদের চেয়ে তাঁদের চামচাদের প্রতাপই বেশি)। [দেশি]।

চানাচুর

চানাচুর বি. ভাজা ডাল বাদাম ইত্যাদি সহযোগে প্রস্তুত চিবিয়ে খাবার মুখরোচক খাদ্যবিশেষ।

চানা

চানা [ cānā ] বি. ছোলা। [সং. চণক]। চানাচুর বি. ভাজা ডাল বাদাম ইত্যাদি সহযোগে প্রস্তুত চিবিয়ে খাবার মুখরোচক খাদ্যবিশেষ।

চাদর

চাদর [ cādara ] বি. ১. উড়ানি, উত্তরীয়, গায়ে জড়াবার আলোয়ান; ২. আস্তরণ বা আচ্ছাদন (বিছানার চাদর); ৩. ধাতু বা অনুরূপ বস্তুর পাতলা পাত (তামার চাদর)। [ফা. চাদর্]।

চাতুর্বর্ণ্য

চাতুর্বর্ণ্য [ cāturbarṇya ] বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র — হিন্দুজাতির এই চার বর্ণ বা তাদের পালনীয় ধর্ম। ☐ বিণ. চতুর্বর্ণসম্বন্ধীয়। [সং. চতুর্বর্ণ + য]।

চাতুরালি

চাতুরালি [ cāturāli ] বি. ১. চতুরতা; ২. শঠতা, ধূর্ততা। [চতুরালি-র অশু. রূপ]।