চটকি গান

চটকি গান বি. খেমটা প্রভৃতি হালকা চালের ও তালের গান।

চোখের খিদে

চোখের খিদে  প্রকৃত খিদে না থাকা সত্ত্বেও চোখের সামনে খাদ্যবস্তু থাকায় যে খিদের উদ্রেক হয়।

চা-খড়ি

চা-খড়ি, ফুল-খড়ি–বি. সাদা মাটিবিশেষ; চকখড়ি।

চ – বাংলা ভাষার ষষ্ঠ ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ তালব্য চ্ ধ্বনির দ্যোতক। n– the sixth consonant of the Bengali alphabet.