চ চচ্চড় চচ্চড় [ caccaḍ ] অব্য. শুষ্কতার এবং শুকনো জিনিস ভাঙার ধ্বনিবিশেষ (গা শুকিয়ে চচ্চড় করছে, চচ্চড় করে গাছের ডাল ভাঙে)। [ধ্বন্যা.]।
চ চক্রী চক্রী [ cakrī ] (ক্রিন্) বিণ. ১. চক্রধারী; ২. চক্রান্তকারী; ৩. খল, কুটিল। ☐ বি. ১. বিষ্ণু; ২. কৃষ্ণ; ৩. সাপ। [সং. চক্র + ইন্]।
চ চক্রিকা চক্রিকা [ cakrikā ] বি. ১. হাঁটুর গোল অস্হি, মালাইচাকি; ২. হাঁটু, জানু। [সং. চক্র + ক + আ]।
চ চক্রান্ত চক্রান্ত [ cakrānta ] বি. ষড়যন্ত্র, কারও অনিষ্ট করার জন্য গুপ্ত ফন্দি। [সং. চক্র + অন্ত]। চক্রান্তকারী (-রিন্) বিণ. বি. ষড়যন্ত্রকারী।
চ চক্রাকার চক্রাকার [ cakrākāra ] বিণ. চাকার মতো আকৃতিবিশিষ্ট, গোল (চক্রাকার ক্ষেত্র, চক্রাকার মাঠ)। [সং. চক্র + আকার]।