চতুরংশিত

চতুরংশিত বিণ. ১. চার ভাগে বিভক্ত; ২. চার পেজি, quarto.

চতুরংশ

চতুরংশ [ caturaṃśa ] বি. চার ভাগ। ☐ বিণ. চার ভাগে বিভক্ত। [সং. চতুর্ + অংশ]।

চণ্ডিকা

চণ্ডিকা [ caṇḍikā ] বি. ১. চণ্ডীদেবী; ২. অতি কোপনা স্ত্রীলোক।  [সং. চণ্ড + ক + আ (স্ত্রী)]।

চণ্ডাল

চণ্ডাল [ caṇḍāla ] বি. ১. নিচু শ্রেণির হিন্দু সম্প্রদায়বিশেষ, চাঁড়াল; ২. নিষ্ঠুরপ্রকৃতি বা ক্রূরকর্মা লোক। [সং. √চণ্ড্ (=ক্রোধ) + আল]।

চণক

চণক [ caṇaka ] বি. ছোলা, চানা, বুট। [সং. √চণ্ + অ + ক (স্বার্থে)-তু. হি. চনা]।

চড়াত্

চড়াত্ [ caḍāt ] অব্য. শক্ত জিনিস ফেটে যাওয়ার শব্দ। [ধ্বন্যা.]।

চড়াও

চড়াও [ caḍāō ] বি. আক্রমণ (বাড়ি চড়াও করা)। ☐ বিণ. আক্রমণকারী; আক্রমণের জন্য আপতিত, আক্রমণ করতে উদ্যত (চড়াও হওয়া)। [চড়া৩ দ্র]।

চড়াইভাতি

চড়াইভাতি [ caḍāi-bhāti ] বি. বনভোজন, picnic. [সং. চটকবৃত্তি]।

চট্টোপাধ্যায়

চট্টোপাধ্যায় [ caṭṭōpādhyāẏa ] বি. বাঙালি ব্রাহ্মণদের পদবিবিশেষ। [চট্ট + উপাধ্যায়]।

চট্টলা

চট্টল, চট্টলা [ caṭṭala, caṭṭalā ] বি. চট্টগ্রামের প্রাচীন নাম।