চতুর্থী

চতুর্থী বিণ. (স্ত্রী.) চতুর্থ অর্থে। ☐ বি. ১. (জ্যোতিষ.) তিথিবিশেষ; ২. সং. (ব্যাক.) প্রধানত সম্প্রদান কারকে প্রযোজ্য বিভক্তি; ৩. বিবাহের পর চতুর্থ দিনে করণীয় হোম; ৪. মাতা-পিতার মৃত্যুর পর চতুর্থ দিনে বিবাহিতা কন্যার করণীয় শ্রাদ্ধ।

চতুর্থ আশ্রম

চতুর্থ আশ্রম বি. সন্ন্যাস আশ্রম, চতুরাশ্রমের চতুর্থটি।

চতুর্থ

চতুর্থ [ caturtha ] বিণ. ৪ সংখ্যক বা ৪ সংখ্যার পূরক। [সং. চতুর্ + থ]। চতুর্থ আশ্রম বি. সন্ন্যাস আশ্রম, চতুরাশ্রমের চতুর্থটি। চতুর্থী বিণ. (স্ত্রী.) চতুর্থ অর্থে। ☐ বি. ১. (জ্যোতিষ.) তিথিবিশেষ; ২. সং. (ব্যাক.) প্রধানত সম্প্রদান কারকে প্রযোজ্য বিভক্তি; ৩. বিবাহের পর চতুর্থ দিনে করণীয় হোম; ৪. মাতা-পিতার মৃত্যুর পর চতুর্থ দিনে বিবাহিতা কন্যার করণীয় শ্রাদ্ধ।

চতুর্গুণ

চতুর্গুণ [ caturguṇa ] বিণ. ১. চার গুণ; ২. বহু গুণ বা খুব বেশি (ব্যথা চতুর্গুণ বেড়ে গেছে)। [সং. চতুর্ + গুণ]।

চতুরাশ্রম

চতুরাশ্রম [ caturāśrama ] বি. ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হ ও সন্ন্যাস-মানবজীবনের (বিশেষত দ্বিজগণের) এই চার অবস্হা বা আশ্রম। [সং. চতুর্ + আশ্রম]।

চতুরালি

চতুরালি [ caturāli ] বি. চাতুরী, ছল, ছলনা, চালাকি। [সং. চতুর + বাং. আলি]।

চতুরানন

চতুরানন [ caturānana ] বি. চার মুখ যাঁর, চতুর্মুখ, ব্রহ্মা। [সং. চতুর্ + আনন]।

চতুরস্র

চতুরস্র [ caturasra ] বিণ. ১. চতুষ্কোণ, চারকোনা (চতুরস্র কক্ষ); ২. চৌরস, উঁচুনিচু নয় এমন (চতুরস্র ভূমি); ৩. নিঁখুত, নির্দোষ (চতুরস্র সিদ্ধান্ত)। [সং. চতুর্ + অস্র]।

চতুরশ্ব

চতুরশ্ব [ caturaśba ] বি. চারটি ঘোড়া। ☐ বিণ. চার ঘোড়াবিশিষ্ট (চতুরশ্ব রথ)। [সং. চতুর্ + অশ্ব]।

চতুরঙ্গ

চতুরঙ্গ [ caturaṅga ] বিণ. ১. হস্তী, অশ্ব, রথ ও পদাতি-এই চার শাখাবিশিষ্ট (চতুরঙ্গ সেনা); ২. চার অঙ্গবিশিষ্ট; ৩. সর্বাঙ্গসম্পন্ন। ☐ বি. ১. হস্তী অশ্ব রথ ও পদাতি-এই চার অঙ্গবিশিষ্ট সৈন্যবাহিনী; ২. সংগীতের প্রকারভেদ; ৩. দাবা খেলা, শতরঞ্জ খেলা। [সং. চতুর্ + অঙ্গ]।