চতুর্থ
চতুর্থ [ caturtha ] বিণ. ৪ সংখ্যক বা ৪ সংখ্যার পূরক। [সং. চতুর্ + থ]। চতুর্থ আশ্রম বি. সন্ন্যাস আশ্রম, চতুরাশ্রমের চতুর্থটি। চতুর্থী বিণ. (স্ত্রী.) চতুর্থ অর্থে। ☐ বি. ১. (জ্যোতিষ.) তিথিবিশেষ; ২. সং. (ব্যাক.) প্রধানত সম্প্রদান কারকে প্রযোজ্য বিভক্তি; ৩. বিবাহের পর চতুর্থ দিনে করণীয় হোম; ৪. মাতা-পিতার মৃত্যুর পর চতুর্থ দিনে বিবাহিতা কন্যার করণীয় শ্রাদ্ধ।