খর
খর১ [ khara ] বি. ১. গাধা; ২. অশ্বতর; ৩. রামায়ণোক্ত রাক্ষসবিশেষ। [সং. খ + র]। খর২ [ khara ] বিণ. ১. তীক্ষ্ণ, ধারালো (খর তরবারি); ২. উগ্র, প্রখর (খরতাপ); ৩. প্রবল, তীব্র (খরবায়ু); ৪. রূঢ (খরবাক্য); ৫. ক্ষারমিশ্রিত (খরজল)। [সং. খ + √রা + অ]। খরতর বিণ. ১. দুইয়ের বা উভয়ের মধ্যে অধিক খর, অপেক্ষাকৃত বেশি খর; ২. খুব তীক্ষ্ণ বা বেগবান (‘খরতর বক্র হাসি’: রবীন্দ্র)। খরদৃষ্টি বি. ১. তীক্ষ্ণ বা অন্তর্ভেদী দৃষ্টি ; ২. ক্রুদ্ধ দৃষ্টি। খরধার, খরশান, খরশাণ বিণ. অত্যন্ত ধারালো। খরস্রোত (-তস্) বি. তীব্র স্রোত, অতি বেগবান স্রোত। খরস্রোতা বিণ. যার স্রোত বা প্রবাহ অতি বেগবান...