খর

খর১ [ khara ] বি. ১. গাধা; ২. অশ্বতর; ৩. রামায়ণোক্ত রাক্ষসবিশেষ।  [সং. খ + র]। খর২ [ khara ] বিণ. ১. তীক্ষ্ণ, ধারালো (খর তরবারি); ২. উগ্র, প্রখর  (খরতাপ); ৩. প্রবল, তীব্র (খরবায়ু); ৪. রূঢ (খরবাক্য); ৫. ক্ষারমিশ্রিত  (খরজল)। [সং. খ + √রা + অ]। খরতর বিণ. ১. দুইয়ের বা উভয়ের মধ্যে অধিক  খর, অপেক্ষাকৃত বেশি খর; ২. খুব তীক্ষ্ণ বা বেগবান (‘খরতর বক্র হাসি’: রবীন্দ্র)। খরদৃষ্টি বি. ১. তীক্ষ্ণ বা অন্তর্ভেদী দৃষ্টি ; ২. ক্রুদ্ধ দৃষ্টি। খরধার, খরশান, খরশাণ বিণ. অত্যন্ত  ধারালো। খরস্রোত (-তস্) বি. তীব্র স্রোত, অতি বেগবান স্রোত। খরস্রোতা বিণ. যার স্রোত  বা প্রবাহ অতি বেগবান...

খয়েরি

খয়েরি [ khaẏēri ] বিণ. খয়েরের মতো (খয়েরি রঙের জামা)। [বাং. খয়ের +  ই]।

খয়ের খাঁ

খয়ের খাঁ [ khaẏēra khā ] বি. স্তাবক, মোসায়েব। [আ. খয়র্ + ফা.  খোআহ্]।

খয়ের

খয়ের [ khaẏēra ] বি. পানের উপকরণরূপে ব্যবহৃত গাছবিশেষের কষায় ক্বাথ। [সং.  খদির]।

খয়া

খয়া [ khaẏā ] বিণ. ১. ক্ষয়প্রাপ্ত, খয়ে গেছে এমন; ২. রোগা, পাতলা (খয়া  গড়ন, খয়া চেহারা)। [সং. ক্ষয় + বাং. আ]।

খয়রাত

খয়রাত [ khaẏarāta ] বি. ১. দান (আমি কি এখানে খয়রাত করতে বসেছি?);  ২. বিতরণ; ৩. ভিক্ষা। [আ. খয়্রাত্]। খয়রাতি বিণ. দানসম্বন্ধীয়; দানরূপে প্রাপ্ত;  দাতব্য।

খয়রা

খয়রা১ [ khaẏarā ] বিণ. খয়েরি রঙের (খয়রা কাপড়)। [বাং. খয়ের + আ  (যুক্তার্থে)]। খয়রা২ [ khaẏarā ] বি. ছোট সাদা আঁশযুক্ত মাছবিশেষ। [দেশি]।

খম্বা

খম্বা, খাম্বা [ khambā, khāmbā ] বি. থাম, খুঁটি, স্তম্ভ। [হি. থম্ভ <  সং. স্তম্ভ]।

খমধ্য

খমধ্য [ khamadhya ] বি. মাথার ঠিক সোজাসুজি উপরে আকাশে কল্পিত  বিন্দুবিশেষ, সুবিন্দু, zenith (বি.প.)। [সং. খ + মধ্য]।

খপিশ

খপিশ, খবিশ [ khapiśa, khabiśa ] বি. (মুসলমানদের বিশ্বাস অনুযায়ী)  ভূত-প্রেত। ☐ বিণ. নোংরা, ময়লা (আমার বাড়ির চাকরটা ভারি খবিশ)। [আ. খবীশ্]।