খ খরা খরা [ kharā ] বি. ১. রৌদ্র; ২. গ্রীষ্ম; ৩. অনেক দিন ধরে একটানা অনাবৃষ্টি। ☐ ক্রি. কড়া করে ভাজা। ☐ বিণ. কড়া ভাজা হয়েছে এমন। [সং. খর + বাং. আ]।
খ খরচ খরচ, খরচা [ kharaca, kharacā ] বি. ব্যয়। [ফা. খর্চ্]। খরচ-খরচা, খরচ-পত্র বি. নানারকম ব্যয়; অতিরিক্ত খরচ। খরচে, খরুচে বিণ. অত্যধিক খরচ করে এমন।