ক্লোম

ক্লোম [ klōma ] (-মন্) বি. ১. পিত্তকোষ; ২. মূত্রাশয়; ৩. ফুসফুস, lungs.  [সং. √ ক্লু + মন্]। ক্লোমনালিকা–বি শ্বাসনালী, wind pipe (বি. প.)। ক্লোমশাখা–বি. শ্বাসনালীর প্রধান শাখাদ্বয়ের যেকোনোটি, bronchus (বি.প.)।

ক্লৈব্য

ক্লৈব্য [ klaibya ] বি. ১. ক্লীবত্ব, অক্ষমতা; ২. কাপুরুষতা; পৌরুষের অভাব; ৩. কাতরতা। [সং. ক্লীব + য]।

ক্লোরিন

ক্লোরিন [ klōrina ] বি. হরিতাভ রঙের অধাতব ও তীব্র গন্ধযুক্ত গ্যাসবিশেষ, পীত-সবুজ রঙের বিষাক্ত গ্যাসীয় পদার্থ, সাধারণত জল পরিশোধনের কাজে ব্যবহৃত গ্যাসবিশেষ। [ইং. chlorine]।

ক্লেশিত

ক্লেশিত–বিণ. ক্লেশ দেওয়া হয়েছে এমন; ক্লেশ বা কষ্ট পাচ্ছে এমন (তার ক্লেশিত মনে নতুন করে আঘাত দিয়ো না)।

ক্লেশ

ক্লেশ [ klēśa ] বি. কষ্ট; দুঃখ; যন্ত্রণা (শরীর ও মনের নানারকম ক্লেশ)। [সং. √ ক্লেশ্ + অ]। ক্লেশাবহ–বিণ. ক্লেশকর, কষ্টদায়ক। ক্লেশিত–বিণ. ক্লেশ দেওয়া হয়েছে এমন; ক্লেশ বা কষ্ট পাচ্ছে এমন (তার ক্লেশিত মনে নতুন করে আঘাত দিয়ো না)।

ক্লেদ

ক্লেদ [ klēda ] বি. ১. তরল ময়লা; ঘাম লালা পুঁজ প্রভৃতি তরল ময়লা (শরীরের ক্লেদ, ক্লেদাক্ত শরীর); ২. কাদাজল, পঙ্ক; ৩. আর্দ্রতা। [সং. √ ক্লিদ্ + অ]। ক্লেদাক্ত–বিণ. ক্লেদযুক্ত; ভিজে ও নোংরা।