ক্রুশ

ক্রুশ [ kruśa ] বি. ‘ + ‘ এই চিহ্ন বা এই আকারে যে কাষ্ঠখণ্ডে জিশু খ্রিস্টকে বিদ্ধ করে বধ করা হয়েছিল; ঢেরা চিহ্ন (+, *)। [ইং. cross]।

ক্রুদ্ধ

ক্রুদ্ধ [ kruddha ] বিণ. রুষ্ট, রাগান্বিত। [সং. √ ক্রুধ্ + ত]। স্ত্রী. ক্রুদ্ধা। ক্রুদ্ধদৃষ্টি–বি. চোখ রাঙানো; রাগি চাউনি।

ক্রোধান্বিত

ক্রোধান্বিত–বিণ. রুষ্ট, ক্রুদ্ধ। স্ত্রী. ক্রোধান্বিতা।

ক্রোধাবিষ্ট

ক্রোধাবিষ্ট–বিণ. ক্রোধে অভিভূত; ক্রোধ যাকে অভিভূত করে ফেলেছে।

ক্রোধান্ধ

ক্রোধান্ধ–বিণ. প্রচণ্ড ক্রোধে হিতাহিতজ্ঞানশূন্য; ক্রুদ্ধ হয়ে বিচারবুদ্ধি হারিয়ে ফেলেছে এমন।

ক্রোধানল

ক্রোধানল, ক্রোধাগ্নি–বি. প্রচণ্ড ক্রোধের তেজ; প্রচণ্ড ক্রোধ।