ক্রীড়ক

ক্রীড়ক–বিণ. বি. খেলোয়াড়; যে খেলা দেখায়।

ক্রীড়া

ক্রীড়া [ krīḍ়ā ] বি. ১. খেলা; ২. তামাশা; ৩. আমোদজনক অনুষ্ঠান (মল্লক্রীড়া)। [সং. √ ক্রীড়্‌ + অ + আ]। ক্রীড়ক–বিণ. বি. খেলোয়াড়; যে খেলা দেখায়। ক্রীড়নক–বি. ১. খেলনা, খেলার সামগ্রী; ২. (আল.) অপরের নির্দেশে চলে এমন ব্যক্তি। ক্রীড়নীয়–বিণ. খেলার যোগ্য। ক্রীড়মান–বিণ. ক্রীড়ারত। ক্রীড়াকন্দুক–বি. খেলার গোলক বা বল। ক্রীড়াকৌতুক–বি. রঙ্গতামাশা; খেলাধূলা। ক্রীড়াচ্ছলে–ক্রি-বিণ. খেলার ছলে। ক্রীড়াভূমি–বি. রঙ্গভূমি; খেলার স্হান।

ক্রীতদাস

ক্রীতদাস–বি. কেনা গোলাম; যাবজ্জীবন দাসত্ব করার জন্য যাকে কেনা হয়েছে। স্ত্রী. ক্রীতদাসী।

ক্রীতক

ক্রীতক–বি. পুত্রার্থে মাতাপিতার কাছ থেকে যে পুত্রকে ক্রয় করা হয়।

ক্রীত

ক্রীত [ krīta ] বিণ. কেনা হয়েছে এমন। [সং. √ ক্রী + ত]। ক্রীতক–বি. পুত্রার্থে মাতাপিতার কাছ থেকে যে পুত্রকে ক্রয় করা হয়। ক্রীতদাস–বি. কেনা গোলাম; যাবজ্জীবন দাসত্ব করার জন্য যাকে কেনা হয়েছে। স্ত্রী. ক্রীতদাসী।

ক্রুশকাঁটা

ক্রুশকাঁটা, ক্রুশকাঠি, ক্রুশকাটি–বি. সুতো বা পশম বোনার শলাকা বা কাঁটাবিশেষ। [ইং. crochet]।

ক্রুশকাটি

ক্রুশকাটি, ক্রুশকাঁটা, ক্রুশকাঠি–বি. সুতো বা পশম বোনার শলাকা বা কাঁটাবিশেষ। [ইং. crochet]।

ক্রুশকাঠি

ক্রুশকাঠি, ক্রুশকাটি, ক্রুশকাঁটা–বি. সুতো বা পশম বোনার শলাকা বা কাঁটাবিশেষ। [ইং. crochet]।

ক্রুসেড

ক্রুসেড [ krusēḍa ] বি. ধর্মযুদ্ধ; মধ্যযুগে ধর্মস্হানের অধিকার নিয়ে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সংঘটিত ধর্মযুদ্ধ। [ইং. crusade]।