ককুদ

ককুদ, ককুত্ [ kakuda, kakut ] (-কুদ্) বি. ষাঁড়ের কাঁধের ঝুঁটি, ষাঁড়ের কাঁধের উঁচু মাংসপিণ্ড, অংসকূট, hump. [সং. ক + √ কু + ক্বিপ্]।  

ককানি

ককানি–বি. ককানোরণ কাজ বা শব্দ।

ককা

ককা, ককানো [ kakā, kakānō ] ক্রি. ১. (প্রধানত পীড়িতের ও শিশুর) রুদ্ধস্বরে কাঁদা বা যন্ত্রণায় অস্ফুটভাবে কাঁদা; আর্তস্বরে কাঁদা; ২. অতিশয় অনুনয়বিনয় করা (কেঁদে ককিয়ে আদায় করল)। [সং. √ কক্ + বাং. আ, আনো]। ককানি–বি. ককানোরণ কাজ বা শব্দ।

কংসারি

কংসারি [ kaṃsāri ] বি. কংসের শত্রু, শ্রীকৃষ্ণ। [সং. কংস + অরি]।

কংসক

কংসক [ kaṃsaka ] বি. হীরাকস। [সং. কংস + ক]।

কংসবণিক

কংসবণিক (-জ্)–বি. কাঁসারি, কাঁসার জিনিসপত্রের ব্যবসায়ী।

কংসকার

কংসকার–বি. কাঁসার জিনিসপত্রের নির্মাতা।  

কংসহা

কংসহা (-হন্)–বি. কংসের নিধনকারী শ্রীকৃষ্ণ।

কংস

কংস১, কংশ১ [ kaṃsa, kaṃśa ] বি. শ্রীকৃষ্ণের মাতুল দুরাত্মা মথুরাধিপতির নাম। [সং. কংস্ + অ]। কংসহা (-হন্)–বি. কংসের নিধনকারী শ্রীকৃষ্ণ। কংস২, কংশ২ [ kaṃsa, kaṃśa ] বি. ১. কাঁসার পাত্র। [সং. কম্ + স, শ]। কংসকার–বি. কাঁসার জিনিসপত্রের নির্মাতা। কংসবণিক (-জ্)–বি. কাঁসারি, কাঁসার জিনিসপত্রের ব্যবসায়ী।