কঙ্কত

কঙ্কত [ kaṅkata ] বি. ১. কাঁকুই, চিরুনি; ২. মাছের ফুলকো, grills (বি.প.)। [সং. √ কঙ্ক্ (কন্ক্) + অত]। কঙ্কতিকা, কঙ্কতী–বি. চিরুনি, কাঁকুই।

কঙ্কণ

কঙ্কণ [ kaṅkaṇa ] বি. ১. স্ত্রীলোকের হাতের অলংকারবিশেষ, কাঁকন; বলয়, খাড়ু; ২. (আল.) ভূষণ (কবিকঙ্কণ)। [সং. ধ্বন্যাত্মক কম্ + √ কণ্ + অ]।

কঙ্ক

কঙ্ক [ kaṅka ] বি. ১. কাঁক পাখি; ২. (মহাভারতে) বিরাটনগরে অজ্ঞাতবাসের সময় যুধিষ্ঠিরের ছদ্মনাম। [সং. √ কন্ক্ + অ]।

কখনোসখনো

কখনোসখনো–অব্য. ক্রি-বিণ. কখনো কখনো, সময়ে সময়ে, মাঝে মাঝে।

কখনো কখনো

কখনো কখনো, কখনোসখনো–অব্য. ক্রি-বিণ. সময়ে সময়ে, মাঝে মাঝে।

কখনো

কখনো–কখনোই-এর রূপভেদ।

কখনোই

কখনোই, কখনো–অব্য. ক্রি-বিণ. কোনো সময়েই, কোনো অবস্হাতেই, কোনো কারণেই। কখনো কখনো, কখনোসখনো–অব্য. ক্রি-বিণ. সময়ে সময়ে, মাঝে মাঝে।

কখন

কখন [ kakhana ] অব্য. ক্রি-বিণ. ১. কোন সময়ে (কখন যাবে?); ২. বহুক্ষণ আগে (সে তো কখন চলে গেছে)। [বাং. কোন্ + খন (সং. ক্ষণ)]।

কক্ষান্তর

কক্ষান্তর [ kakṣāntara ] বি. অন্য ঘর, ভিন্ন ঘর; অন্য কক্ষ। [সং. কক্ষ + অন্তর]।

কক্খনো

কক্খনো [ kakkhanō ] কক্ষনও-এর অনুরূপ।