কচ
কচ১ [ kaca ] অব্য. তীক্ষ্ণ অস্ত্র দিয়ে নরম জিনিস কাটবার বা দাঁত দিয়ে কামড়াবার অনুকারধ্বনিবিশেষ। কচকচ–অব্য. ক্রমাগত পেঁচিয়ে কাটবার চিবানোর শব্দবিশেষ। কচকচানি, কচকচি–বি. ১. একটানা কচকচ শব্দ; ২. ঝগড়াঝাঁটি; ৩. তর্কবিতর্ক (আইনের কচকচি)। কচকচে–বিণ. চিবানোর ফলে কচকচ শব্দ হয় এমন। কচ২ [ kaca ] বি. দেবগুরু বৃহস্পতির পুত্র ও দৈত্যগুরু শুক্রাচার্যের শিষ্য। [সং. √ কচ্ + অ]। কচ৩ [ kaca ] বি. চুল। [সং. √ কচ্ + অ]। কচ৪ [ kaca৪. ] বি. ১. কলম ইত্যাদির সূক্ষ্মভাব, কত; ২. জমি ইমারত ইত্যাদির তেরচাভাবে বেরিয়ে-থাকা অংশ। [ফা. কজ্]।