কচ

কচ১ [ kaca ] অব্য. তীক্ষ্ণ অস্ত্র দিয়ে নরম জিনিস কাটবার বা দাঁত দিয়ে কামড়াবার অনুকারধ্বনিবিশেষ। কচকচ–অব্য. ক্রমাগত পেঁচিয়ে কাটবার চিবানোর শব্দবিশেষ। কচকচানি, কচকচি–বি. ১. একটানা কচকচ শব্দ; ২. ঝগড়াঝাঁটি; ৩. তর্কবিতর্ক (আইনের কচকচি)। কচকচে–বিণ. চিবানোর ফলে কচকচ শব্দ হয় এমন। কচ২ [ kaca ] বি. দেবগুরু বৃহস্পতির পুত্র ও দৈত্যগুরু শুক্রাচার্যের শিষ্য। [সং. √ কচ্ + অ]। কচ৩ [ kaca ] বি. চুল। [সং. √ কচ্ + অ]। কচ৪ [ kaca৪. ] বি. ১. কলম ইত্যাদির সূক্ষ্মভাব, কত; ২. জমি ইমারত ইত্যাদির তেরচাভাবে বেরিয়ে-থাকা অংশ। [ফা. কজ্]।

কঙ্গুরা

কঙ্গুরা [ kaṅgurā ] বি. দুর্গের মধ্যে যুদ্ধ করবার উপযুক্ত উঁচু জায়গা, বুরুজ। [হি. কঁগুরা]।

কঙ্কালসার

কঙ্কালসার–বিণ. অস্হিমাত্র অবশিষ্ট আছে এমন; অত্যন্ত কৃশকায়।

কঙ্কাল

কঙ্কাল [ kaṅkāla ] বি. হাড়পাঁজরা, অস্হিপঞ্জর; দেহের খাঁচা। skeleton. [সং. √ কন্ক্ + আল]। কঙ্কালমালী (-লিন্)–বি. অস্হিমালারী শিব, মহাদেব। কঙ্কালমালিনী–বি. (স্ত্রী.) রুদ্রাণী, কালী। কঙ্কালসার–বিণ. অস্হিমাত্র অবশিষ্ট আছে এমন; অত্যন্ত কৃশকায়।

কঙ্কর

কঙ্কর [ kaṅkara ] বি. কাঁকর। বিণ. কর্কশ। [সং. কং + √ কৃ + অ]।

কঙ্করোল

কঙ্করোল [ kaṅka-rōla ] বি. কাঁকরোল গাছ বা তার ফল। [সং. কঙ্ক + লোল]।